উদ্ভিদ সংরক্ষণ

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৯:০৪, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

উদ্ভিদ সংরক্ষণ  কীটপতঙ্গ, মেরুদন্ডী ফসলভুক প্রাণী, রোগবালাই ইত্যাদির আক্রমণ থেকে ফসল ও অন্যান্য গাছপালা, ফলমূল ও শস্যাদি সুরক্ষার ব্যবস্থা। এসব ব্যবস্থা  ফসল তোলার আগে ও পরে উভয় ক্ষেত্রেই গৃহীত হয়। বাংলাদেশে উদ্ভিদ সংরক্ষণ ক্রমাগত রাসায়নিক কীটনাশকভিত্তিক হয়ে ওঠার দরুন গোটা ব্যবস্থা এখন পরিবেশ, গৃহপালিত পশু, কৃষক ও সর্বোপরি ভোক্তাদের জন্য সমস্যা হয়ে উঠেছে। কার্যকর ফসল সংরক্ষণ কার্যকলাপ সম্পর্কে সরকারকে, বিশেষত কৃষকদের পরামর্শ দানের জন্য ১৯৫৬ সালে সাবেক পূর্ব পাকিস্তানে কৃষি বিভাগের অধীনে উদ্ভিদ সংরক্ষণ পরিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছিল। অতঃপর ১৯৮২ সালে এটি কৃষি সম্প্রসারণ ও কৃষি ব্যবস্থাপনা পরিদপ্তরের সঙ্গে একীভূত হয়। এ প্রতিষ্ঠানের উদ্ভিদ সংরক্ষণ বিভাগ কয়েকটি উপশাখা নিয়ে গঠিত।

নজরদারি ও পূর্বাভাস উপশাখা কোনো নির্দিষ্ট অঞ্চলে সম্ভাব্য পতঙ্গের আক্রমণ সম্পর্কে পূর্বাভাস দান ও পূর্ব-সতর্কীকরণ এবং এভাবে কৃষকদের পূর্বাহ্নে পরিস্থিতি সম্পর্কে অবহিত করার জন্য সংশ্লিষ্ট মাঠ পর্যায়ে পতঙ্গ সমস্যার তথ্যাদি সংগ্রহ, বিশ্লেষণ ও ব্যাখ্যার দায়িত্বপ্রাপ্ত। এ উপশাখা দেশের সংশ্লিষ্ট গবেষণা ইনস্টিটিউটগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করে।

নির্বাহী (ভূমি ও আকাশ) উপশাখা ভূমিতে ও বিমান থেকে ক্ষতিকর পতঙ্গ নিয়ন্ত্রণ কার্যাদি পরিচালনার দায়িত্বপ্রাপ্ত। এটি সীমিত পরিমাণ কীটনাশক ও স্প্রেয়ারের একটি জরুরি মজুদ রাখে যেগুলি আপৎকালে ব্যবহারের জন্য গরীব ও প্রান্তিক চাষীদের মধ্যে বণ্টন করা হয়। ভয়ানক আকারে পতঙ্গের প্রাদুর্ভাব ঘটলে বিমান থেকে  কীটনাশক ছড়ানোর জন্য পাঁচটি বিমান রয়েছে। দুর্গম এলাকা ও জলাভূমিতে পতঙ্গ আক্রমণের সম্ভাব্যতা যাচাইয়ে বিমান জরিপের জন্যও এগুলি ব্যবহূত হয়।

কীটনাশক প্রশাসন ও মান নিয়ন্ত্রণ উপশাখা কীটনাশক সংক্রান্ত প্রশাসন, নিবন্ধন, লেবেলিং, প্রমিতকরণ, লাইসেন্স প্রদান, মান নিয়ন্ত্রণ ও বাছাই এবং জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্বপ্রাপ্ত।

উদ্ভিদ-নিরোধন উপশাখা  উদ্ভিদ নিরোধনের নিয়ম-কানুন প্রয়োগের দায়িত্বপ্রাপ্ত। উদ্ভিদ ও উদ্ভিজ্জ আমদানি ও রপ্তানির অনুমতিপত্র এবং উদ্ভিদ-স্বাস্থ্য প্রত্যয়নপত্র প্রদান করে থাকে।

সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা উপশাখা  ধান ও সবজি ফসলের জন্য  সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা পরিকল্পনা ও সংগঠনসহ কৃষি সম্প্রসারণ বিভাগের ও বেসরকারি সংস্থার প্রশিক্ষক এবং কৃষকদের জন্য সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা প্রশিক্ষণ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত।

ক্ষতিকর মেরুদন্ডী প্রাণী নিয়ন্ত্রণ উপশাখা  ক্ষতিকর মেরুদন্ডী প্রাণীর প্রাদুর্ভাবের উপর নজরদারি, যথাযোগ্য নিয়ন্ত্রণ ব্যবস্থাদি সুপারিশ এবং এদের নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার জন্য কার্যক্রম সংগঠনের দায়িত্বপ্রাপ্ত।

উদ্ভিদ সংরক্ষণ গবেষণা ও উন্নয়ন  উদ্ভিদ সংরক্ষণের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে বিশ্ববিদ্যালয় ছাড়াও কয়েকটি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম আছে। এর মধ্যে  বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটবাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটবাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট,  বাংলাদেশ ইক্ষু গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট,  বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটবাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এবং  বাংলাদেশ পারমাণবিক কৃষি ইনস্টিটিউট উল্লেখযোগ্য। এসব গবেষণা প্রতিষ্ঠানের কার্যক্রম বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ সমন্বয় করে। UNDP, DANIDA, FAO, NORAD, এশীয় উন্নয়ন ব্যাংক ইত্যাদির মতো কয়েকটি আন্তর্জাতিক সংস্থাও বিভিন্ন কৃষি ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে উদ্ভিদ সংরক্ষণ কর্মকান্ডে সহায়তা যোগায়। [এম আব্দুল লতিফ]

আরও দেখুন কীটপতঙ্গ; ক্ষতিকর প্রাণী; সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা