ইস্টার্ন ব্যাংক লিমিটেড

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৯:০১, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)

ইস্টার্ন ব্যাংক লিমিটেড বেসরকারি খাতে প্রতিষ্ঠিত একটি বাণিজ্যিক ব্যাংক। পূর্বতন ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল (ওভারসীজ) লিমিটেড-এর সকল সম্পদ, দায় ও দায়িত্ব নিয়ে বাংলাদেশে এবং বহির্বিশ্বে সর্বপ্রকার ব্যাংকিং ব্যবসায় পরিচালনার উদ্দেশ্যে কোম্পানি আইন ১৯১৩-এর অধীনে ১৬ আগস্ট ১৯৯২ তারিখে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠিত এবং নিবন্ধিত হয়। ব্যাংকটির অনুমোদিত মূলধন ১,০০০ মিলিয়ন টাকা যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ১০ লক্ষ সাধারণ শেয়ারে বিভক্ত। এর পরিশোধিত মূলধন ৬০০ মিলিয়ন টাকা। ক, খ ও গ এই তিন শ্রেণির শেয়ারহোল্ডারগণ ব্যাংকটির পরিশোধিত মূলধনের যোগান দেয়। বাংলাদেশ সরকার কর্তৃক পরিশোধিত ১.২০ মিলিয়ন শেয়ার হচ্ছে ক-শ্রেণির এবং খ-শ্রেণির শেয়ারের সংখ্যা ১.৯০ মিলিয়ন যা দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক পরিশোধিত। গ-শেÖ্রণভুক্ত শেয়ারের সংখ্যা ২.৯০ মিলিয়ন এবং এ শেয়ারগুলি সাবেক বিসিসিআই (ওভারসিজ)-এর বাংলাদেশসহ বিভিন্ন দেশের শাখার আমানতকারীদের মধ্যে বণ্টন করা হয়। ইস্টার্ন ব্যাংক লি.  ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর তালিকাভুক্ত।

মৌল তথ্য ও পরিসংখ্যান (মিলিয়ন টাকায়)
বিবরণ ২০০৪ ২০০৫ ২০০৬ ২০০৭ ২০০৮ ২০০৯
অনুমোদিত মূলধন ১০০০ ৩৩০০ ৩৩০০ ৩৩০০ ৩৩০০ ৩৩০০
পরিশোধিত মূলধন ৮২৮ ৮২৮ ৮২৮ ১০৩৫ ১৩৮৭ ২৪৯৬
রিজার্ভ ১৮১৩ ৩১৩৩ ৩১৪৬ ৩৫৩৯ ৩৩৪৬ ৫৯৩৩
আমানত ১৫৬৪৯ ১৯৩৯৬ ২৫৭৩৪ ৩০০৯২ ৪১৫৭২ ৪৯১৯০
ক) তলবি আমানত ৩৭০১ ৪০৭৩ ৫৬৬১ ৮৫০৬ ১২৩৮০ ১৫৯৩০
খ) মেয়াদি আমানত ১১৯৪৮ ১৫৩২৩ ২০০৭৩ ২১৫৮৬ ২৯১৯২ ৩৩২৬০
ঋণ ও অগ্রিম ১৫০৫৫ ১৭৭৫৭ ২৬০০৭ ৩০৯৬২ ৩৯৬৬২ ৪৭৬৬৯
বিনিয়োগ ৪৪০০ ৫০০৮ ৫৮৫০ ৫৮৯৬ ৫৩২৫ ৮৮০৬
মোট পরিসম্পদ ২৩০৪৬ ২৭৩৯৯ ৩৫৯৭১ ৪২৫৭৯ ৫৪৫৯৮ ৬৯৮৭১
মোট আয় ২২৬০ ২৯৫৭ ৪২৭১ ৫৩২৫ ৭৩৮৬ ৮৬৫০
মোট ব্যয় ১৩৪৯ ১৯০১ ২৮৩৩ ৩৪৫৪ ৫০০১ ৫৬৭০
বৈদেশিক মুদ্রা ব্যবসা পরিচালনা ৩০৭০৭ ৫৪৮৪৮ ৭১২৮৬ ৮৩৯৩৯ ১১৪৭৯১ ১০২৫০৬
ক) রপ্তানি ৫৮১৬ ১৩২৩৯ ২৪২৮৬ ২৬৬৭৩ ৩৫৫৫৫ ৩৪৫৪৮
খ) আমদানি ২৪৪১৪ ২৯৬৯২ ৩৯৩৪৭ ৪৫২৯৮ ৬২২০৩ ৫৪৩৭০
গ) রেমিট্যান্স ৪৭৭ ১৯১৭ ৭৬৫৩ ১১৯৬৮ ১৭০৩৩ ১৩৫৮৮
মোট জনশক্তি (সংখ্যায়) ৫২২ ৫৩৬ ৬১২ ৬৯০ ৭৬৩ ৮৭৫
ক) কর্মকর্তা ৪৫৮ ৪৭৩ ৫৪৯ ৬২৭ ৭০১ ৮১৩
খ) কর্মচারী ৬৪ ৬৩ ৬৩ ৬৩ ৬২ ৬২
বিদেশি প্রতিষঙ্গী ব্যাংক (সংখ্যায়) ৬১ ৬৪ ৬৪ ৬৪ ৮৭৬ ৬৬২
শাখা (সংখ্যায়) ২২ ৪৪ ৫০ ২৮ ৩৪ ৩৯
ক) দেশে ২২ ২২ ২৫ ২৮ ৩৪ ৩৯
খ) বিদেশে - ২২ ২৫ - - -
কৃষিখাতে          
ক) ঋণ বিতরণ - - - ১৭৫৪ ১৯০৩ ১০৫৬
খ) আদায় - - - ৬৩ ৪১৯ ৬৭
শিল্প খাতে          
ক) ঋণ বিতরণ ৫২৯২ ৬৪১২ ৬৫২৫ ১৯১০২ ২৩৮৫৫ ২২১১৯
খ) আদায় ২৬০৫ ৩৭৮০ ১৫৭০ ২২৮৩ ৪০৯৪ ৫২৩২
খাতভিত্তিক  ঋণের স্থিতি          
ক) কৃষি ও মৎস্য ৭০ ৭০ ৭০ ৫২৯ ১০৭৯ ১৩৯৬
খ) শিল্প ৯২৯৯ ৬৪২৯ ৭৬৫৩ ৮৬২০ ৯৮১১ ৮০৯৪
গ) ব্যবসাবাণিজ্য ৪১৮৯ ৪৩৬৩ ৮২০৬ ১২৩৩০ ১৫৪৮৫ ১৪৯৮১
ঘ) দারিদ্র্য বিমোচন - - - - - -

উৎস ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলী, ২০০৪-০৫ থেকে ২০০৯-১০।

ইস্টার্ণ ব্যাংক বিভিন্ন প্রকার আমানত ও সঞ্চয়ী হিসাব, ব্যক্তিগত ঋণ কর্মসূচি, গাড়ী ঋণ, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, প্রিপেইড কার্ড, ট্রেজারি, সিন্ডিকেশন, কর্পোরেট ব্যাংকিং এবং এস এম  ই-ব্যাংকিং সেবায় নিয়োজিত। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রণোদনামূলক সেবা নিশ্চিতকরণে ইস্টার্ন ব্যাংক সক্রিয় ভূমিকা পালন করে চলেছে।

১০ সদস্যের একটি পরিচালক পর্ষদের উপর ইস্টার্ন ব্যাংক লিমিটেড-এর সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্ব ন্যস্ত রয়েছে। ৩১ ডিসেম্বর ২০০৯ পর্যন্ত ব্যাংকটিতে কর্মরত মোট জনশক্তি ৮৭৫ জন এবং ওই তারিখে দেশের বিভিন্ন অংশে-এর মোট শাখার সংখ্যা ছিল ৩৯ টি।  [মোহাম্মদ আবদুল মজিদ]