ইজারাদার

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:৫৪, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

ইজারাদার  একজন রাজস্ব চুক্তিকারী। ইজারা অর্থ রাজস্ব চুক্তি। মুগল যুগে ইজারা বা রাজস্ব চুক্তি প্রচলিত ছিল। একজন রাজস্ব চুক্তিকারী ইজারাদার বা মুস্তাজির নামে পরিচিত ছিলেন। প্রাথমিক পর্যায়ে  ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকারও ইজারাদার বা মুস্তাজিরদের সঙ্গে রাজস্ব চুক্তি করত। ১৭৭২ সালে বাংলার ভূমি রাজস্ব নিলামে ইজারাদারদের সঙ্গে বন্দোবস্ত করা হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্তের পরও সুন্দরবন, সিলেট ও চট্টগ্রামের বিস্তর এলাকা বিভিন্ন মেয়াদে ইজারাদারদের সঙ্গে বন্দোবস্ত করা হয়েছিল। ইংরেজ শাসনামলে সরকার নিয়ন্ত্রিত হাটবাজার, জলমহল প্রভৃতি ইজারাদারদের সঙ্গে বন্দোবস্ত করা হত।  [আবদুল করিম]