আহমদ, মেয়রাজউদ্দীন

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:৪৯, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

আহমদ, মেয়রাজউদ্দীন (১৯শ শতক)  আলেম, সাহিত্যিক। খুলনার সাতক্ষীরায় তাঁর জন্ম। মেয়রাজউদ্দীন কলকাতার ডভটন ও সেন্ট জেভিয়ার্স কলেজে আরবি ও ফারসি ভাষার অধ্যাপক ছিলেন। তিনি বাংলা ও উর্দু ভাষাও আয়ত্ত করেছিলেন। উর্দু পত্রিকা থেকে তথ্য সংগ্রহ করে তিনি সেগুলি  সুধাকর পত্রিকায় প্রকাশ করতেন। মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদের সঙ্গে তিনি তোহফাতুল মোসলেমিন (১৮৮৩) এবং শেখ আব্দুর রহিমের সঙ্গে ধর্মযুদ্ধ বা জেহাদ ও সমাজ সংস্কার (১৮৯০) নামে দুখানি গ্রন্থ যুগ্মভাবে প্রকাশ করেন। প্রথমটি  ঢাকা মুসলমান সুহূদ সম্মিলনীর অনুরোধে বালিকাদের শিক্ষোপযোগী করে রচিত। ভারতে ব্রিটিশ রাজের বিরুদ্ধে মুসলমানগণ জেহাদ করতে ধর্মত বাধ্য নয়, কারণ এখানে ধর্মকর্ম করতে কোনোরূপ বাধা দেওয়া হয় না- দ্বিতীয় গ্রন্থে তিনি এ রকম মতামত প্রকাশ করেন। কলকাতার শিক্ষিত মুসলিম সমাজে তাঁর প্রভাব ছিল।  মোহাম্মদ মোজাম্মেল হক ফেরদৌসী চরিত (১৮৯৮) গ্রন্থখানি মেয়রাজউদ্দীন আহমদের নামে উৎসর্গ করেন। উৎসর্গপত্রে তাঁকে ‘মহাত্মা’, ‘সদালাপী’, ‘মিষ্টভাষী’, ‘সদগুণসমূহের আধার’ ইত্যাদি বিশেষণে অভিহিত করা হয়।  [ওয়াকিল আহমদ]