আহমদ, মওলানা মুমতাজুদ্দীন

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:৪৯, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

আহমদ, মওলানা মুমতাজুদ্দীন (১৮৮৯-১৯৭৪)  আলিম, লেখক। ফেনী জেলায় জন্ম। কলকাতার আলিয়া মাদ্রাসা থেকে আলিম, ফাজিল ও ফাখরুল মুহাদ্দিসীন (১৯১৬) এবং  কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন (১৯১৬) পাস করে তিনি আলিয়া মাদ্রাসায় ৩৪ বছর শিক্ষকতা করেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজেও তিনি কিছুকাল খন্ডকালীন প্রভাষক ছিলেন। ১৯৪৭ সালে দেশভাগের পর ঢাকায় এসে তিনি ঢাকার আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন।

মওলানা মুমতাজুদ্দীন  হাদীস শাস্ত্রে বিশেষ ব্যুৎপন্ন ছিলেন আরবি, উর্দু ও বাংলা ভাষায় তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে হালুল আকদ ফী শারহি সাব’আল মুআল্লাকাত, সাহলুল মা’আলী ফী শারহি মুকদ্দিমা সাহীহ মুসালম, আল-ফাওকাবুদ্দুররী ফী শারহি, মুকাদ্দমা মিশকাত আল-মাসাবীহ, কাশফুল মা’আলী কী শারহি মাকামাত হারিরী, পরীবাগের শাহ সাহেবের জীবনী  উল্লেখযোগ্য।  [এ.কে.এম নূরুল আলম]