আহমদ, কাজী আফসারউদ্দীন

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:৪৬, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

আহমদ, কাজী আফসারউদ্দীন (১৯২১-১৯৭৫)  সাংবাদিক ও সাহিত্যিক। কাজী আফসারউদ্দীন আহমদ ১৯২১ সালের ২৪ সেপ্টেম্বর পাবনা জেলার চাটমোহরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস মানিকগঞ্জ জেলার কলতা গ্রামে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে। পরবর্তী সময়ে তিনি কলকাতায় গিয়ে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তিনি ১৯৪১ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত মৃত্তিকা  নামে একটি দ্বিমাসিক সাহিত্যপত্র সম্পাদনা করেন। তিনি মাসিক সওগাত ও সাপ্তাহিক দেশের কথা পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন (১৯৪৩-৪৪)। তিনি মাসিক মোহাম্মদীর ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন (১৯৪৫-৪৭)।

ভারত বিভাগের পর তিনি ঢাকায় ফিরে আসেন এবং তাঁর সম্পাদনায় দৈনিক সংবাদপত্র জিন্দেগী আত্মপ্রকাশ করে (১৯৪৭)। তিনি দৈনিক ইনসাফ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। আফসারউদ্দীন আহমদ ১৯৫১ সালে সরকারের তথ্য বিভাগে সিনিয়র সাব-এডিটর পদে যোগ দেন। ওই সময় থেকে ১৯৭২ সাল পর্যন্ত তিনি তথ্য বিভাগ থেকে প্রকাশিত বাংলা সাপ্তাহিক পাক সমাচার এবং শিশু কিশোর সাময়িকী নবারুণ পত্রিকার সম্পাদক ছিলেন। তাঁর রচিত চর ভাঙা চর (১৯৫১) উপন্যাসের জন্য তিনি ১৯৬৬ সালে সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন। ১৯৭৫ সালের ২৬ মার্চ ঢাকায় তাঁর মৃত্যু হয়।  [মীর ফারজানা শারমীন]