আলী, শরাফত

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:৪৩, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
শরাফত আলী

আলী, শরাফত (১৯৪৩-১৯৭১)  শিক্ষাবিদ, শহীদ বুদ্ধিজীবী। জন্ম ১৯৪৩ সালের ১ জুলাই কুমিল্লা জেলার সদর থানার  দক্ষিণ রামপুর গ্রামে। তাঁর পিতা আলী আজম এবং মাতা রজ্জবেন্নেছা। শরাফত আলী ১৯৬০ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা, ১৯৬২ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আইএসসি পাস করেন এবং একই কলেজ থেকে ১৯৬৪ সালে বিএসসি ডিগ্রি লাভ করেন।

শরাফত আলী  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে গণিতে এমএসসি ডিগ্রি লাভ করেন। পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের স্বর্ণপদক লাভ করেন।

শরাফত আলী ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা হলের (বর্তমান শহীদুল্লাহ হল) সহকারি আবাসিক শিক্ষকের দায়িত্ব লাভ করেন।

অধ্যাপনার পাশাপাশি শরাফত আলী দেশের গণ-আন্দোলনের প্রতিটি কর্মকান্ডে অংশগ্রহণ করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সৈন্যদের আক্রমণে শহীদুল্লাহ হলের আবাসিক এলাকায় শরাফত আলী শহীদ হন। [আবু মো. দেলোয়ার হোসেন]