আলী, মোহাম্মদ সাদত

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:৪২, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

আলী, মোহাম্মদ সাদত (১৯৪২-১৯৭১)  শিক্ষাবিদ, শহীদ বুদ্ধিজীবী। জন্ম ১৯৪২ সালের ২৮ জানুয়ারি নরসিংদী জেলার সদর থানার রসুলপুর গ্রামে। তাঁর পিতা মোহাম্মদ হযরত আলী। সাদত আলী ১৯৫৮ সালে গাজীপুর গাছা উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা এবং ১৯৬০ সালে নরসিংদী কলেজ থেকে আই.কম পাস করেন। ১৯৬৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম (সম্মান) এবং ১৯৬৪ সালে এমকম ডিগ্রি লাভ করেন।

মোহাম্মদ সাদত আলী কর্মজীবনের শুরুতে নরসিংদী কলেজে কিছুদিন অধ্যাপনা করেন। ১৯৬৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রভাষক পদে যোগ দেন।   উচ্চতর গবেষণার জন্য সরকারি বৃত্তি নিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্দান কলোরাডো বিশ্ববিদ্যালয়ের স্টেট কলেজে ভর্তি হন। এখান থেকে ১৯৬৯ সালে তিনি ডক্টরেট অব এডুকেশন (এড.ডি) ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে তিনি পুনরায় অধ্যাপনায় মনোনিবেশ করেন। ১৯৬৯ সালে তিনি সহকারি অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৬৯-১৯৭১ সালে সাদত আলী শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন্নাহ হলের (বর্তমান মাস্টারটা সূর্যসেন হল) আবাসিক শিক্ষকের দায়িত্ব লাভ করেন।

১৯৭১ সালের ২৬ এপ্রিল সাদত আলী বিশ্ববিদ্যালয়ের আবাসস্থল থেকে বের হলে পাকিস্তানি সৈন্যরা তাঁকে বন্দী করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায় নি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাকবিভাগ ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে মোহাম্মদ সাদত আলীর নামে স্মারক ডাকটিকিট প্রকাশ করে।  [আবু মো. দেলোয়ার হোসেন]