আন্তোনিও, দোম

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:০৪, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

আন্তোনিও, দোম (১৭শ-১৮শ শতক)  বাংলা গদ্যরীতির প্রথম লেখক ও বাংলায় খ্রিস্টধর্মের প্রচারক। আনুমানিক ১৬৪৩ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন যশোর-ফরিদপুর অঞ্চলের  ভূষণা রাজ্যের রাজ পরিবারের সদস্য। তাঁর প্রকৃত নাম ও উপাধি জানা যায় না। ১৬৬৩ খ্রিস্টাব্দে  মগ ও পর্তুগিজ জলদস্যু কর্তৃক অপহূত হয়ে তিনি আরাকানের দাস হাটের পণ্যে পরিণত হন। পর্তুগিজ পাদ্রি মনোএল্ দো রোজারিও তাঁকে সেখান থেকে উদ্ধার করেন এবং পরে পাদ্রি আন্তোনিওর নিকট ক্যাথলিক মতে খ্রিস্টধর্মে দীক্ষিত হয়ে তিনি দোম আন্তোনিও দো রোজারিও নাম ধারণ করেন।

১৬৬৬ খ্রিস্টাব্দে ভূষণায় প্রত্যাবর্তন করে আন্তোনিও তার স্ত্রী, আত্মীয়বর্গ ও প্রজাদের খ্রিস্টমতে ধর্মান্তরিত করেন এবং কোষাভাঙা গ্রামে সন্ত নিকোলাস তলেন্তিনো গির্জা ও মিশন স্থাপন করে খ্রিস্টধর্মের প্রচার শুরু করেন। পরবর্তীকালে, সম্ভবত তাঁর মৃত্যুর পর ভূষণা থেকে গির্জা ও মিশন ঢাকার ভাওয়াল পরগনার নাগোরি গ্রামে স্থানান্তর করা হয়।

আন্তোনিও ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সম্বাদ নামে ১২০ পৃষ্ঠার একটি গ্রন্থ রচনা করেন, যা বাংলা সাধু গদ্যরীতির আদি নিদর্শন হিসেবে খ্যাত। ১৯৩৭ খ্রিস্টাব্দে গ্রন্থটি সুরেন্দ্রনাথ সেনের সম্পাদনায়  কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত হয়।  [সুশান্ত সরকার]