আকরাম, বিচারপতি এ.এস.এম

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৭:৫৭, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

আকরাম, বিচারপতি এ.এস.এম  বিচারক, পূর্ব বাংলার ভারপ্রাপ্ত গভর্নর। আবু সাহেল মহম্মদ আকরাম ১৯৩৭ সালের ১০ এপ্রিল বেঙ্গল জুডিসিয়াল সার্ভিসে একজন বিচারক হিসেবে নিম্ন আদালতে যোগদান করেন। তিনি ১৯৪১ সালের ৫ মে কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারক পদে পদোন্নতি পান এবং ১৯৪৩ সালের ৬ ডিসেম্বর বিচারক নিযুক্ত হন। ভারত বিভাগের পর ১৯৪৭ সালের ১৫ আগস্ট তিনি ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন।

ভারত বিভাগের পর পূর্ব বাংলা প্রদেশের প্রথম গভর্নর স্যার ফ্রেডারিক চামার্স বোর্ন ১৯৪৯ সালের ১৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটিতে থাকার সময় বিচারপতি এ.এস.এম আকরাম ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। [আবু জাফর]