অশ্বত্থ

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৭:৫৩, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

অশ্বত্থ (Ashathwa)  Moraceae গোত্রের প্রকৃতি, Ficus religiosa Linn প্রকান্ড বৃক্ষ, ২৫ মিটার পর্যন্ত উঁচু, ডালপালা ছড়ান, কখনও পরাশ্রয়ী (পরজীবী নয়), ঝুরিহীন, পত্রমোচী। পাতা মসৃণ, চর্মবৎ, তাম্বুলাকৃতি, অগ্রভাগ লম্বা, লেজের মতো, বোঁটা ১২ সেমি লম্বা, ফলক ১০-২০ সেমি লম্বা, ৫-১০ সেমি চওড়া, কচি পাতা তামাটে। পাতার লম্বা অগ্রভাগের পাশের ফলকে বাতাসের আঘাত ছন্দময় নাচুনি সৃষ্টি করে এবং বৃষ্টিপাতের মতো শব্দ ঝরায়। গুটি (প্রথমে পুষ্পস্তবক, শেষে ফল) ১ সেমি চওড়া, গোলাকৃতি বা ডিম্বাকৃতি, কাঁচা অবস্থায় সবুজ, বোঁটাহীন, প্রায়শ সজোড়, ভেতরে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র স্ত্রী ও পুং ফুল ডালের সঙ্গে সেঁটে থাকে, পাকা ফল গাঢ়-বেগুনি। জন্মস্থান উপহিমালয়ী অঞ্চল থেকে মধ্যভারত, আসাম ও বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত, সর্বত্র রোপিত। ফল পাকে গ্রীষ্মকালে, পাখির প্রিয় খাদ্য, চারা গজায় অন্য গাছের খোড়ল ও দালানকোঠার ফাঁটা দেয়ালে। কাঠ তেমন মূল্যমান নয়, গাছের নানা অংশের ভেষজগুণ আছে। গাছটি হিন্দু এবং বৌদ্ধদের কাছে পবিত্র ও পূজিত। বুদ্ধগয়ায় একটি অশ্বত্থ বৃক্ষের নিচে গৌতম ধ্যানে বসে বুদ্ধত্ব প্রাপ্ত হন। এজন্যই অশ্বত্থের অন্য নাম বোধিডুম। অশ্বত্থ ছায়াতরু হিসেবেও বহুল রোপিত।

[দ্বিজেন শর্মা]