অম্লমাটি

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৭:৫২, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

অম্লমাটি (Acid Soil)  অধিকতর অম্লযুক্ত মাটি যার পি.এইচ (pH) এর মান সাত (৭) এর কম। পরিবর্তনযোগ্য হাইড্রোজেন ও  অ্যালুমিনিয়াম আয়নের উপস্থিতির কারণে এ অম্লতা। এ মাটির লবণ প্রধানত অ্যালুমিনিয়াম সালফেট ও ফেরাস সালফেট দ্বারা গঠিত। মাটির দ্রবণে হাইড্রোজেন যোগানের উৎসের মধ্যে রয়েছে অম্লযুক্ত মূল উপাদানসমূহ, বৃক্ষমূল, পচা উদ্ভিজ্জ সার, কার্বন-ডাই-অক্সাইড, অ্যালুমিনো সিলিকেট, আয়রন পাইরাইটস এবং অ্যামোনিয়া সার ও গন্ধকের ব্যবহার। বাংলাদেশের অধিকাংশ মাটি অতি বৃষ্টিপাত ও চোয়ানোর কারণে ক্রিয়া-বিক্রিয়ায় হাল্কা থেকে মাঝারি অম্লতাবিশিষ্ট। অম্লত্ব মৃত্তিকার অন্যান্য রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্যের সাথেও সম্পর্কিত। অম্লযুক্ত মাটির কারণে নিম্নোক্ত সমস্যাবলীও হয়ে থাকে।

  • এ্যালুমিনিয়াম বিষক্রিয়া
  • ম্যাংগানিজ বিষক্রিয়া
  • মালবডেনাম স্বল্পতা
  • ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম স্বল্পতা
  • উদ্ভিদের রোগ বৃদ্ধি ইত্যাদি

এগুলি ছাড়াও হাইড্রোজেন আয়ন বিষক্রিয়া, ফসফরাস স্বল্পতা এবং আরও কিছু ভারী ধাতুসমূহের বিষক্রিয়াও লক্ষ্য করা যায়। অম্লযুক্ত মাটির কারণে আবাদী জমির উৎপাদন ক্ষমতা ক্রমাগত হ্রাস পায়। বাংলাদেশে প্রধানত তিন ধরনের অম্ল মাটি দেখতে পাওয়া যায়, যথা:  অম্ল অববাহিকীয় কাদাএসিড সালফেট মাটি ও  বাদামি পাহাড়ি মাটি। [মোঃ খুরশিদ আলম]