অম্ল অববাহিকীয় কাদা

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৭:৫২, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

অম্ল অববাহিকীয় কাদা (Acid Basin Clay)   প্রখর থেকে অতিমাত্রিক অম্লস্বাদযুক্ত ধূসর থেকে গাঢ় ধূসর বর্ণের ভারি কাদামাটি। পৃষ্ঠ মৃত্তিকা ধূসর থেকে কালচে ধূসর বর্ণের হলেও ভিত্তিভূমি থেকে খাঁজ ও ফাটলে লাল ও বাদামি বর্ণ ধারণ করে। শুকনা অবস্থায় এ মাটি খুব শক্ত হয় ও এতে ফাটল ধরে। কিছু অঞ্চলে এ মাটিতে  পিট স্তর ও পঙ্কময় অধঃস্তর পরিলক্ষিত হয়। সপ্তাহ দুয়েক জলমগ্ন থাকলে পৃষ্ঠ মৃত্তিকার কটুতা প্রায় ধুয়ে গেলেও পরে শুকিয়ে গেলে আবার প্রচন্ড অম্লযুক্ত হয়ে পড়ে।  অন্তর্মৃত্তিকা তীব্র থেকে অতি তীব্র অম্লযুক্ত। ফাও-ইউনেস্কোর শ্রেণিবিন্যাসে এটিকে Dystric ও Eutric Fluvisols হিসেবে দেখানো হয়েছে। অম্ল অববাহিকীয় কাদা মাটির মধ্যে প্রিজমের মতো কাঠামো ও স্তূপ কাঠামোর সৃষ্টি করে যা ঋতুভেদে শুকিয়ে যায়। বাংলাদেশে অম্ল অববাহিকীয় কাদার মোট এলাকা প্রায় ৩,৮৪,৯৯৪ হেক্টর। প্রধানত হাওর অববাহিকা, বিশেষ করে পূর্ব সুরমা-কুশিয়ারা প্লাবনভূমি, নিম্নতর আত্রাই অববাহিকা, বরেন্দ্রভূমি ও  মধুপুর গড় এবং ব্রহ্মপুত্র ও গঙ্গার প্লাবনভূমি এ শ্রেণির মাটি দিয়ে গঠিত।  [মোঃ খুরশিদ আলম]