হোসাইন, জাকির

হোসাইন, জাকির (১৮৯৮-১৯৭১)  সরকারি কর্মকর্তা, মন্ত্রী ও পূর্ব পাকিস্তানের গভর্নর। তিনি ১৮৯৮ সালের ২ নভেম্বর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯১৫ সালে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং উক্ত বছরে ফুলার পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে প্রথম বিভাগে স্কলারশীপ লাভ করেন। তিনি ১৯১৭ সালে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন এবং ১৯২০ সালে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ (পরে আলীগড় মুসলিম ইউনিভার্সিটি) থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ১৯২৩ সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় পুলিশ সার্ভিসে যোগ দেন। তিনি তৎকালীন বাংলার বিভিন্ন জেলায় পুলিশ বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি পদাধিকারবলে কলকাতায় শিপিং মাস্টার হিসেবে কাজ করেন এবং পরে প্রেসিডেন্সি রেঞ্জে পুলিশের ডেপুটি ইনসপেক্টর জেনারেল পদে নিযুক্ত হন। দেশ বিভাগের পর তিনি পূর্ব পাকিস্তানের প্রথম ইনসপেক্টর জেনারেল অব পুলিশ নিযুক্ত হন (১৯৪৭-১৯৫২)। তিনি ১৯৫২ সালে পুলিশ সার্ভিস থেকে অবসর গ্রহণ করেন। ভাষা আন্দোলনের সময় তিনি পুলিশের ইনসপেক্টর জেনারেল ছিলেন। জাকির হোসাইন ১৯৫২ সালে ফেডারেল পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন (১৯৫২-১৯৫৭) এবং ১৯৫৭ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

জাকির হোসাইন ১৯৫৮ সালের ১০ অক্টোবর পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত হন এবং ১৬ অক্টোবর শপথ গ্রহণ করেন। প্রেসিডেন্ট আইয়ুব খান প্রবর্তিত ‘মৌলিক গণতন্ত্র’ পদ্ধতি জনপ্রিয় করার কাজে তিনি কঠোর পরিশ্রম করেন। মৌলিক গণতন্ত্রীদের দ্বারা ১৯৬০ সালের ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আস্থা ভোটে প্রেসিডেন্ট হিসেবে আইয়ুব খানের বিজয়ে তিনি যথেষ্ট অবদান রাখেন। তিনি ১৯৬০-১৯৬২ সালে পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন। তিনি ১৯৬৩ সালে অবসর গ্রহণ করেন এবং ১৯৭১ সালের ২৪ মে চট্টগ্রামে নিজ বাসভবন কুলসিতে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৪০ সালে ভারতীয় পুলিশ পদক এবং দেশ বিভাগের পর কায়েদে আযম পুলিশ পদক লাভ করেন।  [আবু জাফর]