স্বপণপুরী

স্বপ্নপুরী বাংলাদেশের বৃহত্তম বেসরকারি পর্যটন কেন্দ্র। কেন্দ্রটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের রহিমাপুর গ্রামে অবস্থিত। নবাবগঞ্জ উপজেলা অফিস থেকে এটি ১৬ কিমি উত্তরে এবং দিনাজপুর শহর থেকে ৫৫ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থিত। কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেন এবং সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজু ১৯৮৯ সালে এ পর্যটন কেন্দ্রটি গড়ে তোলেন এবং এর নাম রাখেন স্বপ্নপুরী। প্রায় ১০০ একর জমিতে এ পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়। এখানে একটি চিড়িয়াখানা ও পশুপাখির প্রতিকৃতি সম্বলিত বনের মডেল রয়েছে। তাছাড়া রোপওয়ে, মিনিট্রেন, ময়ূরপঙ্খী নাও, কৃত্রিম লেক, কৃত্রিম পাহাড় এবং বনভূমি তৈরি করা হয়েছে। কৃত্রিম লেকে নৌকাবাইচও অনুষ্ঠিত হয়। শিশু এবং মহিলাদের বিনোদনের জন্য নানাধরনের প্রসাধন সামগ্রী এবং খেলনার দোকান রয়েছে। পর্যটকদের জন্য হোটেল, রেস্টুরেন্ট, আধুনিক মোটেল ও নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। প্রতি বছর দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ ও বনভোজনের জন্য হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটে। তাছাড়া সিনেমা প্রতিষ্ঠান ও অ্যাড ফার্মগুলিও আউটডোর সুটিংয়ের জন্য এখানে আসে। [মুহম্মদ মনিরুজ্জামান]