সোবহান, শেখ আবদুস

সোবহান, শেখ আবদুস (আনু. ১৮৪৫-১৯২০)  লেখক। ঢাকার বিক্রমপুরে তাঁর জন্ম। তিনি স্থানীয় বাঙ্গালা স্কুলে প্রাথমিক স্তর পর্যন্ত লেখাপড়া করে কর্মোপলক্ষে ঢাকার রাজার দেউড়িতে বসবাস করতেন। ঢাকা থেকে তিনি ইসলাম সুহূদ (১৯০৬) নামে একখানা মাসিকপত্র প্রকাশ করে তার মাধ্যমে লেখালেখি শুরু করেন। পত্রিকাটি অনিয়মিতভাবে এক বছর চালু ছিল। পরে তিনি গ্রন্থরচনায় মনোনিবেশ করেন এবং ৮টি গ্রন্থ প্রকাশ করেন। সেগুলির মধ্যে কলির নারী চরিত্র (১৮৮০), হিন্দু-মোসলমান (৩ খন্ড, ১৮৮৮, ১৮৯১) ও আর্যধর্ম (২ খন্ড, ১৯০৪ ২য় সং) প্রধান। হিন্দু-মোসলমান গ্রন্থের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। সমকালীন মুসলমান সমাজের দুরবস্থা ও পশ্চাৎপদতার কথা তাঁর রচনার প্রধান বিষয়। হিন্দুদের আধিপত্য ও মুসলমানদের বঞ্চনার কথা বলার জন্য কেউ কেউ তাঁর বিরূপ সমালোচনাও করেছিলেন।  [ওয়াকিল আহমদ]