সাতভায়লা

সাতভায়লা

সাতভায়লা (Babbler)  Passeriformes বর্গের Sylviidae (সাবেক Muscicapidae) গোত্রের অন্তর্গত নানা ধরনের পাখির একটি বড় দল। এদের মধ্যে টুনটুনি পালক নরম ও ফুলানো, প্রধানত বাদামি রঙের। পূর্ব গোলার্ধের গ্রীষ্মপ্রধান অঞ্চলের বনেবাদাড়েই মূলত এদের বাস। কোন কোনটি থাকে ঝোপঝাড়ে, যেখানে এদের দেখা যায় না, শুধুই ডাক শোনা যায়, যেমন লাফিং থ্রাস। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন কোন অঞ্চলে টুনটুনিরা পাখিদের একটি গুরুত্বপূর্ণ অংশ। এদের অনেকেই উচ্চস্বরে অবিরাম ডাকে। বেশির ভাগই পতঙ্গভুক। বড় আকারের পাখিরা ক্ষুদে মেরুদন্ডীও শিকার করে। কেউ কেউ ফল ও বিশেষ মৌসুমে ফুলের মধু খায়। সারাবছর নিজেদের এলাকা দখলে রাখে। প্রজননও সমষ্টিগত।

দলের প্রধান পক্ষিদম্পতি বাসা বানায়, অন্যরা বাসা বানানোর কাজে সাহায্য করে, বাসা পাহারা দেয়, বাচ্চাদের খাওয়ায়। সম্ভবত অন্তঃপ্রজনন এড়ানোর জন্য স্ত্রী পাখিরা কাছাকাছি অন্য দলে চলে যায়। নানা আকারের পাখিসহ টুনটুনি গোত্রের প্রজাতি সংখ্যা ২৫৫। বাংলাদেশে এই গোত্রে ওয়ার্বলারসহ (২৮ প্রজাতি, সবই পরিযায়ী) আছে ৭৬ প্রজাতির পাখি লাফিং থ্রাস, টুনটুনি, প্যারটবিল, শিমিটার ব্যাবলার ইত্যাদি।  [মোঃ আনোয়ারুল ইসলাম]