সাউথইস্ট ব্যাংক লিমিটেড

সাউথইস্ট ব্যাংক লিমিটেড  বাংলাদেশের বেসরকারি খাতের একটি বাণিজ্যিক ব্যাংক। ১৯৯৫ সালের ১২ মার্চ পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয় এবং একই বছরের ২৫ মে ৫০০ মিলিয়ন টাকার অনুমোদিত মূলধন এবং ১০০ মিলিয়ন টাকার পরিশোধিত মূলধন নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। মার্চ ২০০৯ শেষে ব্যাংকটির অনুমোদিত মূলধন ৩,৫০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ২,৮৫২ মিলিয়ন টাকায় দাঁড়ায়। বর্তমানে (২০২১) ব্যাংকটির মোট শাখার সংখ্যা ১৩৫। ১৩ সদস্যবিশিষ্ট একটি পরিচালক পর্ষদের ওপর ব্যাংকটির সার্বিক ব্যবস্থাপনা এবং নীতিকৌশল অনুমোদনের কর্তৃত্ব ন্যস্ত। ব্যবস্থাপনা পরিচালক এর প্রধান নির্বাহী কর্মকর্তা।

মৌল তথ্য ও পরিসংখ্যান (মিলিয়ন টাকায়)

বিবরণ ২০১৮ ২০১৯ ২০২০
অনুমোদিত মূলধন ১৫০০০ ১৫০০০ ১৫০০০
পরিশোধিত মূলধন ১০৫৪৫ ১১৫৯৯ ১১৮৮৯
রিজার্ভ ১৮৮৬০ ২০১৯৯ ১৮৫১৪
আমানত ২৯৮৩২১ ৩২৯৭৯৮ ৩৫৯৯০০
ক) তলবি আমানত ৪৭৪০৬ ৫৫৬৪১ ৭৪১৩০
খ) মেয়াদি আমানত ২৫০৯১৫ ২৭৪১৫৭ ২৮৫৭৭০
ঋণ ও অগ্রিম ২৬৫২০৪ ২৯৫০১৫ ৩২০৩৬৮
বিনিয়োগ ৬২৮৮৪ ৭৪৪৮৪ ৯৪১৮৪
মোট পরিসম্পদ ৩৮১০৫৮ ৪২২৩০২ ৪৬৫০৮২
মোট আয় ৩৩৫০০ ৩৬৯৬৭ ৩৩৩৪৮
মোট ব্যয় ২৩৬২৯ ২৭২৭৯ ২৫২৮৪
বৈদেশিক মুদ্রা ব্যবসা পরিচালনা ৫৪৯৫০১ ৫৯৩০৮০ ৫২৮১৩০
ক) রপ্তানি ১৯০৪০৩ ২০৫৯০৭ ১৭৬৪২০
খ) আমদানি ২৪২২৯৫ ২৪৮৯০১ ২২১৮২৩
গ) রেমিট্যান্স ১১৬৮০৩ ১৩৮২৭২ ১২৯৮৮৭
মোট জনশক্তি (সংখ্যায়) ২৭৯৭ ২৮৮৫ ২৮৫৯
(ক) কর্মকর্তা ২৩০৫ ২৪০২ ২৩৮১
(খ) কর্মচারি ৪৯২ ৪৮৩ ৪৭৮
বিদেশি প্রতিসংগী ব্যাংক (সংখ্যায়) ২৮৫ ৩০৫ ৩০৯
শাখা (সংখ্যায়) ১৩৫ ১৩৫ ১৩৫
ক) দেশে ১৩৫ ১৩৫ ১৩৫
খ) বিদেশে কৃষিখাতে
ক) ঋণ বিতরণ ৩৪৩৯ ৪৫৬৬ ৪০৭৪
খ) আদায় ৪০১০ ৩২৪০ ৪১৯৩
শিল্পখাতে
ক) ঋণ বিতরণ ১৮৬৯৫৯ ১৯৯৭০০ ২২৫৫৭৪
খ) আদায় ১৬৯৪৬৪ ১৮১২৩৬ ২০৫১১২
খাতভিত্তিক ঋণের স্থিতি
ক) কৃষি ও মৎস্য ২৬৩০ ৪০৩৪ ৩৮৪৩
খ) শিল্প ৭১৬৫০ ৯৯৮৩৪ ১১৩৮৩৯
গ) ব্যবসা বাণিজ্য ৪৩৯২৪ ৪২২৩০ ৩৯৫১৭
ঘ) দারিদ্র্য বিমোচন
সি.এস.আর ২০৮ ১১৬ ২৬১

উৎস আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার, বার্ষিক প্রতিবেদন, ২০১৯-২০২০ ও ২০২০-২১

আমানত গ্রহণ, ঋণ দান, বৈদেশিক বাণিজ্য ও প্রকল্প অর্থায়নসহ এ ব্যাংকটি সকল প্রচলিত বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণ করে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সাউথইস্ট ব্যাংক বৈদেশিক মুদ্রা ব্যবসায় ও বৈদেশিক বাণিজ্যে ব্যাপকভাবে অংশগ্রহণ করে আসছে এবং এজন্য বিশ্বের ৫০টি দেশের ৩০৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে করেসপন্ডেন্ট সম্পর্ক স্থাপন করেছে।

২০২০ সালে ব্যাংকের আমানত ও ঋণ অগ্রিমের স্থিতির অংশ ছিল ব্যাংকিং খাতের মোট আমানত ও ঋণ অগ্রিমের স্থিতির যথাক্রমে ২.৪ এবং ২.৩ শতাংশ এবং আমানত ও ঋণ অগ্রিমের গড় সুদহার ব্যবধান দাঁড়ায় ৭.৯ শতাংশ। [মোহাম্মদ আবদুল মজিদ]