শাহ আমানত (রঃ)

শাহ আমানত (রঃ)  চট্টগ্রামের বিখ্যাত দরবেশ। তিনি বিহার শরীফ থেকে এখানে আসেন বলে জনশ্রুতি আছে। চট্টগ্রামে তিনি একটি কুটিরে বসবাস করতেন এবং জজকোর্টে পাখা টানার চাকরি গ্রহণ করেন। সামগ্রিক অবস্থার নিরিখে আঠারো শতকের শেষ দিকে তাঁর আবির্ভাব ঘটে বলে মনে করা হয়। শাহ আমানতের মাজার প্রাঙ্গণে যে পরিবারটি বসবাস করে এবং মাজারের তত্ত্বাবধান করে, তারা নিজেদের শাহ আমানতের বংশধর বলে দাবি করে। তাদের নিকট শাহ আমানতের পুত্র আনোয়ার খানের একটি ওয়াক্ফনামা আছে।

হজরত শাহ আমানত অত্যন্ত অনাড়ম্বর জীবন যাপন করতেন। কোর্টে দায়িত্ব পালন এবং আরাধনায় নিয়োজিত থাকা ছিল তাঁর দৈনন্দিন বাঁধাধরা কাজ। তিনি যে আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী তা কেউ জানত না। তাঁর আধ্যাত্মিক সিদ্ধির কথা প্রকাশ পেলে তিনি চাকরি ছেড়ে দিয়ে নিজেকে আরাধনায় নিয়োজিত রাখেন এবং চট্টগ্রামের বিখ্যাত দরবেশদের একজন রূপে গণ্য হন। বিশেষত মামলা মোকদ্দমার ব্যাপারে লোকজন তাঁর অনুগ্রহ লাভের উদ্দেশ্যে তাঁর মাজার জিয়ারত করে। চট্টগ্রামের লালদিঘির পূর্ব দিকে এক সমাধিসৌধে হজরত শাহ আমানত সমাহিত আছেন।  [আবদুল করিম]