রেংখিয়াং নদী

রেংখিয়াং নদী  ভারতের মিজোরাম রাজ্যের পূর্বাংশের পর্বতশ্রেণী থেকে একগুচ্ছ ক্ষুদ্র স্রোতধারা উৎপন্ন হয়ে বাংলাদেশের রাঙ্গামাটি জেলার রেংখিয়াং রিজার্ভ বনভূমির উচ্চতম অংশে মিলিত হয়ে রেংখিয়াং নদী গঠন করেছে। রেংখিয়াং গহীন বনভূমির মধ্য দিয়ে চড়াই উৎরাই পথে প্রবাহিত হয়ে নদীটি রেংখিয়াংমুখের প্রায় ৩০ কিমি উজানে বিলাইছড়ি নামক স্থানের নিকট কাপ্তাই হ্রদে পতিত হয়েছে। নদীটি খরস্রোতা এবং ৭৭ কিমি দীর্ঘ। বর্ষাঋতুতে এটি গোবাছড়িমুখ পর্যন্ত নাব্য এবং আরও উজানে নদীটি শুধুমাত্র গাছের গুঁড়ি এবং বাঁশ ভাসিয়ে আনতে ব্যবহূত হয়।  [জাবেদ কলিম]

মানচিত্রের জন্য দেখুন চট্টগ্রাম অঞ্চলের নদীপ্রণালী