রায়গঞ্জ উপজেলা

রায়গঞ্জ উপজেলা (সিরাজগঞ্জ জেলা) আয়তন: ২৬৭.৮৩ বর্গ কিমি। অবস্থান: ২৪°২৫´ থেকে ২৪°৩৪´ উত্তর আংশ এবং ৮৯°২৪´ থেকে ৮৯°৩৭´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে শেরপুর ও ধুনট উপজেলা, দক্ষিণে উল্লাপাড়া এবং কামারখন্দ উপজেলা, পূর্বে সিরাজগঞ্জ সদর উপজেলা, পশ্চিমে তাড়াস উপজেলা।

জনসংখ্যা ২৬৭৫২২; পুরুষ ১৩৭৫৭৪, মহিলা ১২৯৯৪৮। মুসলিম ২৩৪১১২, হিন্দু ৩৩৩৬১, বৌদ্ধ ৩০ এবং অন্যান্য ১৯।

জলাশয় প্রধান নদী: করতোয়া, ইছামতি ও বাঙ্গালী।

প্রশাসন রায়গঞ্জ থানা গঠিত হয় ১৯৩৭ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৪ সালে।

উপজেলা
পৌরসভা ইউনিয়ন মৌজা গ্রাম জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
- ১৯৩ ২৭০ ৬৭৬২ ২৬০৭৬০ ৯৯৯ ৫৪.৮ ৩৫.১
উপজেলা শহর
আয়তন (বর্গ কিমি) মৌজা লোকসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
২.৬২ ৬৭৬২ ২৫৮১ ৫৪.৭৫
ইউনিয়ন
ইউনিয়নের নাম ও জিও কোড আয়তন (একর) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
ঘুরকা ৫৭ ৬৯১২ ১৬৪৭৩ ১৫৩৬৯ ৩৭.৫০
চান্দাইকোনা ১৯ ৮০৯৫ ১৭৭৪৬ ১৬৯৫১ ৩৭.২৫
ধানগড়া ৩৮ ৭২৭৫ ১৯২৪৯ ১৭৯১১ ৪৩.৭০
ধামাইনগর ২৮ ৯৪৫৯ ৮৫২৩ ৮৬১২ ২৪.৮৬
ধুবিল ৪৭ ৬৬১৮ ১১৯৭৯ ১১৬২০ ৩৩.৭৪
নলকা ৬৬ ৭৬৬০ ১৭৮২৩ ১৬৭০৩ ৪০.৭৪
পাঙ্গাশি ৭৬ ৬৫৭০ ১৬৭৯৩ ১৫৪৮৩ ২৭.৯০
ব্রহ্মগাছা ০৯ ৬৮৯৭ ১৮০৩৩ ১৬৮৯৪ ২৯.৭৪
সোনাখাড়া ৮৫ ৬৩৮২ ১০৯৫৫ ১০৪০৫ ৩৮.৫৭

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্মসম্পদ ধানগড়া মসজিদ (ধানগড়া ইউনিয়ন), খারিজা ঘুঘাট মসজিদ (ধুবিল ইউনিয়ন), বিরাট রাজার বাড়ি (নিমগাছি)।

মুক্তিযুদ্ধের ঘটনাবলি ১৯৭১ সালে পাকবাহিনী সলংগা, পাঙ্গাশি, ধানগড়া ও চান্দাইকোনা বাজারে ব্যাপক গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। ১২ ডিসেম্বর এ উপজেলা শত্রুমুক্ত হয়।

ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৩৬১, মন্দির ৫৫, মাজার ২। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: ধানগড়া মসজিদ, খারিজা ঘুঘাট মসজিদ, ভোলা দেওয়ানের (রহ.) মাযার, রাজার বাড়ি মন্দির।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৩৫.৫৮%; পুরুষ ৪০.৬৩%, মহিলা ৩০.২৫%। কলেজ ১১, মাধ্যমিক বিদ্যালয় ৪৩, মাদ্রাসা ৩৭। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: সলংগা ডিগ্রি কলেজ (১৯৭০), হাজী ওয়াহেদ মরিয়াম ডিগ্রি কলেজ (১৯৭২), ধানগড়া মহিলা কলেজ (১৯৯৯), সলংগা মহিলা কলেজ (১৯৯৯), চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯২১), ধানগড়া উচ্চ বিদ্যালয় (১৯৫০), জে.কে.এ মান্নান উচ্চ বিদ্যালয় (১৯৭৩), ধানগড়া ফাজিল মাদ্রসা (১৯৭৬)।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৬৯.২৭%, অকৃষি শ্রমিক ২.৯৩%, শিল্প ৪.৪৬%, ব্যবসা ১১.২৫%, পরিবহণ ও যোগাযোগ ২.৫১%, চাকরি ৩.৯০%, নির্মাণ ০.৯০%, ধর্মীয় সেবা ০.১৭%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.১৮% এবং অন্যান্য ৫.৩৩%।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ২, সাংস্কৃতিক সংগঠন ২, মহিলা সংগঠন ৩, খেলার মাঠ ৬।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৫৫.৯৯%, ভূমিহীন ৪৪.০১%। শহরে ৩৫.৫৯% এবং গ্রামে ৫৬.৪৯% পরিবারের কৃষিজমি রয়েছে।

প্রধান কৃষি ফসল ধান, পাট, আলু, আখ, গম, ডাল, শাকসবজি।

প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, লিচু, কলা, পেঁপে, পেয়ারা, জাম।

মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার মৎস্য ৩৮, গবাদিপশু ৮, হাঁস-মুরগি ২৮, হ্যাচারি ৫।

যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ১১৭.৫৫ কিমি, আধা-পাকারাস্তা ২.২৫ কিমি, কাঁচারাস্তা ৮১৯.৮০ কিমি; নৌপথ ২৫.৯২ নটিক্যাল মাইল। ব্রিজ ২৪, কালভার্ট ২৫৭।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, ডুলি, ঘোড়ার গাড়ি।

শিল্প ও কলকারখানা চালকল, আটাকল, বরফকল, করাতকল, ওয়েল্ডিং কারখানা।

কুটিরশিল্প তাঁতশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প, সুচিশিল্প, বাঁশের কাজ, বেতের কাজ।

হাটবাজার ও মেলা হাটবাজার ৯, মেলা ৫। চান্দাইকোনা হাট, সলংগা হাট, ধামাইর হাট আমশড়া হাট, ব্রক্ষ্মগাছা হাট, নলকা হাট, রুদ্রপুর হাট, কৃষ্ণদিয়া হাট এবং নিমগাছি মেলা ও ধানগড়া মেলা উল্লখযোগ্য।

বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ১৬.৯৬% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ৯০.৭৭%, ট্যাপ ০.৩২%, পুকুর ০.৪২% এবং অন্যান্য ৮.৪৯%। এ উপজেলার ২৩.৩২% অগভীর নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি প্রমাণিত হয়েছে।

স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ৩০.০০% (গ্রামে ২৯.৭৫% ও শহরে ৩৯.৮৭%) পরিবার স্বাস্থ্যকর এবং ৩৬.৪৩% (গ্রামে ৩৬.৪৭% ও শহরে ৩৪.৭৪%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ৩৩.৫৭% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই। স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, স্বাস্থ্যকেন্দ্র ৯।

প্রাকৃতিক দুর্যোগ ১৮৯৭, ১৯৪৩ ও ১৯৭৪ সালের দুর্ভিক্ষে এ উপজেলায় প্রাণহানি ঘটে। এছাড়া ১৮৮৫ ও ১৮৯৭ সালের ভূমিকম্পে এ উপজেলার ঘরবাড়ি ও অন্যান্য সম্পদের ব্যাপক তি হয়।

এনজিও ব্র্যাক, প্রশিকা, অঙ্কুর কল্যাণ সংস্থা। [মোনায়েম খান]

তথ্যসূূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; রায়গঞ্জ উপজেলা সাংস্কৃতিক সমীা প্রতিবেদন ২০০৭।