রাজমহল পর্বতমালা

রাজমহল পর্বতমালা (Rajmahal Hill)  রাজমহল শহরের নামে এই পর্বতমালার নামকরণ করা হয়েছে। ভারতের বিহার ও পশ্চিমবঙ্গের সীমান্তের কাছে গাঙ্গেয় বদ্বীপের চূড়ায় উত্তর-দক্ষিণ প্রলম্বিত সংকীর্ণ বলয় আকারে এর অবস্থান। রাজমহল পর্বতমালা ২৪°৩০´ থেকে ২৫°১৫´ অক্ষাংশের মধ্যে ও প্রায় ৪৭°৩০´ দ্রাঘিমাংশ বরাবর অবস্থিত। পবর্তশ্রেণীর গড় উচ্চতা প্রায় ১০০০ মিটার। জুরাসিক যুগে অত্র অঞ্চলের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত রাজমহল পর্বতমালায় সক্রিয় থাকার কারণে রাজমহল গ্রুপ নামে খ্যাত বিশেষ শিলা নমুনা অঞ্চলের সৃষ্টি করেছে।

রাজমহল অববাহিকা  রাজমহল পাহাড়ের পাললিক শিলার সাথে স্তরায়িত জুরাসিক ট্রাপ শিলাসমূহকে একসাথে রাজমহল অববাহিকার অবক্ষেপ বলা হয়। স্তরতত্ত্ববিদ্যা অনুযায়ী এই অবক্ষেপসমূহ রাজমহল শিলাদলের অন্তর্গত।

রাজমহল পাহাড়শ্রেণীর (২৪°৩০´ উ; ৮৭°৩০´ পূ) নামকরণ এই অঞ্চলের প্রধান শহর ‘রাজমহলের’ নামানুসারে হয়েছে। রাজমহল অববাহিকার শিলাসমূহকে উত্তর-পশ্চিম বাংলাদেশের অন্তরীপ সোপান অঞ্চলে পাওয়া গিয়েছে। এগুলিকে রাজমহল শিলাস্তর হিসেবে গণ্য করা হয়।  [মুজিবুর রহমান খান]