রহিমুন্নিসা

রহিমুন্নিসা (১৮শ শতক)  অন্ত্যমধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি। চট্টগ্রামের শুলুকবহর গ্রামে তাঁর জন্ম। পিতা আব্দুল কাদের এবং পিতামহ জংলি সাহা ছিলেন সুফি সাধক। তাঁর মাতাও ছিলেন একজন গুণবতী নারী। রহিমুন্নিসার পূর্বপুরুষ মক্কা থেকে এসে চট্টগ্রামে বসতি স্থাপন করে।

শৈশবে রহিমুন্নিসার পিতৃবিয়োগ ঘটে, সে কারণে তিনি শিক্ষার পর্যাপ্ত সুযোগ পাননি। তাঁর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও ছিল না, কিন্তু নিজের প্রতিভা এবং মায়ের অনুপ্রেরণায় তিনি স্বশিক্ষিত হয়েছিলেন। মাতাই ছিলেন তাঁর প্রাথমিক শিক্ষক।

রহিমুন্নিসারা ছিলেন চার ভাইবোন। কনিষ্ঠ ভ্রাতা আব্দুল গফফার ছিলেন একজন আলিম। তাঁর নিকট তিনি বিভিন্ন শাস্ত্রে জ্ঞান লাভ করেন। সাহিত্যচর্চায় তিনি মায়ের সাহায্য পেয়েছেন। মধ্যযুগীয় বাংলা ভাষায় তাঁর যথেষ্ট ব্যুৎপত্তি ছিল। তাঁর রচিত  লায়লী-মজনু কাব্যে সে সময়কার বাংলা ভাষার বৈশিষ্ট্য স্পষ্ট পরিলক্ষিত হয়। তাঁর পয়ার ছন্দ অত্যন্ত সুশ্রাব্য। তিনি আর কোনো কাব্য রচনা করেছিলেন কিনা তা জানা যায় না।    [আলি নওয়াজ]