রহমান, মুসতাফিজুর

রহমান, মুসতাফিজুর (১৯৩০-১৯৯৮)  প্রাণিবিজ্ঞানী, শিক্ষক এবং বিজ্ঞান লেখক। ১৯৩০ সালের ২ এপ্রিল বগুড়া জেলার আক্কেলপুরে তিনি জন্মগ্রহণ করেন এবং আক্কেলপুর হাই স্কুল ও রংপুরের কারমাইকেল কলেজে লেখাপড়া করেন। তিনি ১৯৫০ সালে  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি ও ১৯৫২ সালে পাকিস্তানের লাহোরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এম.এসসি ডিগ্রি লাভ করেন। ঐ একই বছর সিলেটের এমসি কলেজে প্রাণিবিদ্যার প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। ১৯৫৯ সালে ঢাকার পাট গবেষণা ইনস্টিটিউটে সহকারী কীটতত্ত্ববিদ হিসেবে যোগদান করেন। তিনি ১৯৬৬ সালে ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়া, অ্যাডেলেইড থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন এবং ১৯৬৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যার ঊর্ধ্বতন প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৭২ সালে প্রাণিবিদ্যা বিভাগ উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে পৃথক হলে তিনিই প্রথম বিভাগের প্রধান হন। ১৯৭০ সালে তিনি সহযোগী অধ্যাপক এবং ১৯৭৫ সালে অধ্যাপক পদে নিযুক্ত হন।

অধ্যাপক মুসতাফিজুর রহমান ইনসেক্ট ইকোলজির (insect ecology) একজন বিশেষজ্ঞ ছিলেন এবং রেশমপোকা (silkworm) ও লাক্ষাকীটের (lac insect) ওপর গুরুত্বপূর্ণ গবেষণা করে। ইকোলজি এবং এন্টোমোলজির (entomology) ওপর তাঁর প্রায় ৫০টি গবেষণা নিবন্ধ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাঁর অনেক গবেষণামূলক রচনা বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। তাঁর দুটি গ্রন্থ অমেরুদন্ডী প্রাণী এবং কীটতত্ত্ব বাংলা একাডেমী প্রকাশ করেছে। তিনি পাকিস্তান জুওলজিক্যাল সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং ১৯৬৮-১৯৭১ সালের জন্য সেখানকার কাউন্সিলর নির্বাচিত হন। এছাড়া তিনি বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ১৯৭৩-১৯৭৪ সালে সাধারণ সম্পাদক, ১৯৭৫-১৯৮১ সালে সহ-সভাপতি এবং ১৯৮২-১৯৮৫ সালে সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর দি এডভান্সমেন্ট অব সায়েন্স-এর সহ-সভাপতি ছিলেন (১৯৭৯-১৯৮০)।

তিনি Rajshahi University Studies এবং University Journal of Zoology-র প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে। অধ্যাপক মুসতাফিজুর রহমান ১৯৯৮ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।  [ওয়াহিদুল ইসলাম]