রহমান, ওস্তাদ মতিউর

রহমান, ওস্তাদ মতিউর (১৯০০-১৯৬৭)  বেহালাবাদক, কণ্ঠশিল্পী, সঙ্গীত শিক্ষক। মতি মিঞা নামে তিনি সমধিক পরিচিত ছিলেন। ব্রাহ্মণবাড়ীয়া জেলায় তাঁর জন্ম। পিতা সওদাগর মিঞাও ছিলেন একজন সঙ্গীতজ্ঞ ব্যক্তি।

পরিবারের উৎসাহে মতিউর রহমান শৈশবকাল থেকেই সঙ্গীতসাধনা শুরু করেন। পিতার নিকট থেকে তিনি ক্ল্যারিওনেট ও বেহালায় তালিম নেন। পরে ওস্তাদ আহমেদ আলীর নিকট সরোদ, কামিনীকুমার ভট্টাচার্যের নিকট  খেয়াল এবং ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরুর নিকট  উচ্চাঙ্গসঙ্গীত শিক্ষা করেন। তিনি  ওস্তাদ আয়েত আলীর শিষ্যত্বও গ্রহণ করেন।

বিখ্যাত সঙ্গীতজ্ঞ বীরেন্দ্রকিশোর রায়চৌধুরীর সহায়তায় মতিউর রহমান শিলং-এ প্রতিষ্ঠিত হন এবং শিলং বেতার কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম কণ্ঠশিল্পী হিসেবে  সঙ্গীত পরিবেশন করার গৌরব অর্জন করেন। ১৯৬২ সালে তিনি রেডিও  পাকিস্তানের ঢাকা কেন্দ্রে নিজস্ব শিল্পী হিসেবে যোগদান করেন। পরে চাকরি ছেড়ে তিনি সঙ্গীত ও নৃত্য প্রতিষ্ঠান ছায়ানটের অধ্যক্ষ হন। ১৩৭৪ বঙ্গাব্দের (১৯৬৭) ১৯ মাঘ তাঁর মৃত্যু হয়। [আবুল হাসনাত]