মৈত্রেয় রক্ষিত

মৈত্রেয় রক্ষিত (১১শ শতকের শেষার্ধ)  বৌদ্ধ বৈয়াকরণিক। তিনি জিনেন্দ্রবুদ্ধির কাশিকাবিবরণপঞ্জিকার টীকা তন্ত্রপ্রদীপ এবং পাণিনির ধাতুপাঠের টীকা ধাতুপ্রদীপ রচনা করেন। পুরুষোত্তম দেব (১২শ শতক) এবং সায়ণাচার্য (১৪শ শতক) মৈত্রেয় রক্ষিতের গ্রন্থের উল্লেখ করেছেন। তিনি কোন অঞ্চলের অধিবাসী ছিলেন তা নিশ্চিতরূপে জানা যায় না; তবে তাঁর গ্রন্থের সকল পান্ডুলিপিই বাংলা লিপিতে লিখিত এবং বাংলাদেশেই পাওয়া গেছে; এ কারণে তাঁকে বাঙালি বলেই মনে করা হয়। [কানাই লাল রায়]