মুখোপাধ্যায়, দামোদর বিদ্যানন্দ

মুখোপাধ্যায়, দামোদর বিদ্যানন্দ (১৮৫৩-১৯০৭)  অনুবাদক, সম্পাদক, সাহিত্যিক। ১৮৫৩ সালের ১২ ফেব্রুয়ারি নদীয়া জেলার কৃষ্ণনগরে মাতুলালয়ে তাঁর জন্ম। তাঁর পিতা রামরতন মুখোপাধ্যায় ও মাতা পদ্মমনি দেবী। তাঁর পৈতৃক বাসভূমি ছিল শান্তি নগরে।

দামোদর মাতুলালয়ে বড় হন। তিনি বহরমপুর কলেজ থেকে শিক্ষা লাভ করেন। তাঁর মাতুল লোহারাম শিবরত্ন প্রসিদ্ধ ব্যাকরণকার। তিনি বহরমপুর নর্মাল স্কুলের অধ্যক্ষ ছিলেন। তাঁর আশ্রয়ে থেকে তাঁর সহায়তায় ও নিজ প্রচেষ্টায় দামোদর বাংলা, সংস্কৃতি ও ইংরেজি তিন ভাষাতেই বিলক্ষণ ব্যুৎপত্তি অর্জন করেন।

১৮৮৩ সাল হতে তিনি ইউরোপিয় নোভেল গ্রন্থের অনুবাদকর্মে প্রবৃত্ত হন। ফলে বুলওয়ার লিটনের রায়েনজি, উইল্কি কলিন্সের ওম্যান ইন হোয়াইট ও স্যার ওয়াল্টার স্কটের ব্রাইড অব লামের মুরের অনুবাদ ‘উপন্যাস রত্নাবলী’ নাম দিয়ে প্রকাশ করতে আরম্ভ করেন। ১৮৯২ সাল হতে অনুসন্ধান কার্যালয় থেকে ‘মাসিক উপন্যাস’ নামে প্রতি মাসে নতুন নতুন উপন্যাস প্রকাশের যে ব্যবস্থা হয়, দামোদর তার প্রধান উদ্যোক্তা ও লেখক ছিলেন।

তাঁর স্বদেশ হিতৈষণার একটি উল্লেখযোগ্য নির্দশন-যেদিন হতে স্বদেশী আন্দোলন শুরু হয়েছে সেদিন থেকে তিনি সবরকম বৈদেশিক দ্রব্যের সংস্রব ত্যাগ করেন। এমনকি বিলাতী চিনির সংস্রবের আশঙ্কায় গুড় ছাড়া অন্য কোনো মিষ্টান্ন খেতেন না।

গ্রন্থ রচনার ন্যায় দমোদরের সাময়িকপত্র সম্পাদনে কৃতিত্ব রয়েছে। তিনি দুবছর প্রবাহ নামক উচ্চাঙ্গের মাসিকপত্রের সম্পাদকের দায়িত্ব পালন করেন। অনুসন্ধান সমিতির মুখপত্র অনুসন্ধান পাক্ষিক পত্রের ১ম খন্ড (১৩০০ বাংলা) দামোদরের সম্পাদনায় প্রকাশিত হয়। তাছাড়া তিনি নিউজ অব দি ডে নামে ইংরেজি দৈনিকপত্র সম্পাদন করেন।

সম্পাদকের দায়িত্ব পালনের সঙ্গে তিনি সাহিত্য সাধনাও অব্যাহত রেখেছেন। তাঁর সাহিত্যকর্ম বাংলাসাহিত্যে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: মৃন্ময়ী (উপন্যাস, কপালকুন্ডলার উপসংহার ভাগ, ১৮৭৪), কমল-কুমারী (ঐতিহাসিক উপন্যাস, ১৮৮৪), প্রতাপসিংহ (ঐতিহাসিক উপন্যাস, ১৮৮৪), শুক্লবসনা-সুন্দরী  (অনূদিত উপন্যাস, ১ম ভাগ-১৮৮৫, ২য় ভাগ-১৮৮৮, তৃতীয় ভাগ-১৮৯০), বিষ-বিবাহ (উপন্যাস, ১৮৮৮), শ্রীমদ্ভগবদগীতা (১ম খন্ড ১৮৯৩), লক্ষ্মণ-বর্জ্জন (পৌরাণিক আখ্যায়িকা, ১৮৯০), যোগেশ্বরী (উপন্যাস, ১৮৯৮), কর্ম্মক্ষেত্র (উপন্যাস, ১৯০২), অন্নপূর্ণা (উপন্যাস, ১৯০২), নবাব নন্দিনী (উপন্যাস, ১৯০১), ঈশ উপনিষদ (১৯০৪), অমরাবতী (উপন্যাস, ১৯০৫) সপত্নী (সামাজিক উপন্যাস, ১৯০৪), নবীনা (সামাজিক উপন্যাস, ১৯১০), আদর্শ প্রেম (উপন্যাস, ১৯১৩)। তাছাড়া তিনি পাঠমালা, জ্ঞানোদয়, বর্ণবোধ, পদ্যপাদপ নামে পাঠ্যপুস্তক রচনা করেছেন। ১৬ আগস্ট, ১৯০৭ সালে তাঁর মৃত্যু হয়। [শামীমা আক্তার]