মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  বাংলাদেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয়। মাওলানা ভাষানীর উদ্যোগে  সন্তোষে প্রতিষ্ঠিত সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়কে পরবর্তিতে সরকারীকরনের মাধ্যমে মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৯৯ সালে  আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে লাইফ সাইন্স (Life Sciences) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (Computer Science and Engineering) নামে দুটি অনুষদ রয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং টেক্সটাইল প্রকৌশল বিভাগ এবং লাইফ সাইন্স অনুষদে এনভায়রনমেন্টাল অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ, খাদ্য প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগ এবং বংশগতি প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ নামে মোট সাতটি বিভাগ চালু রয়েছে। এছাড়া বিজনেস অনুষদে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নামে নতুন একটি বিভাগ চালুর প্রক্রিয়াধীন রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে মোট চারটি আবাসিক হল রয়েছে যার মধ্যে ৩টি ছাত্রদের জন্য এবং অপরটি ছাত্রীদের জন্য।  [মোঃ হাসিনুর রহমান]