মহীখাত

মহীখাত (Geosyncline)  ভূত্বকের অববাহিকাতুল্য দীর্ঘ অবনমন। এর দৈর্ঘ্য কয়েক হাজার কিমি পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং হাজার মিটার পুরু ও লক্ষ লক্ষ বছরের মজুতকৃত অবক্ষেপ ধারণ করতে পারে। সাধারণত মহাদেশীয় প্রান্তসীমায় মহীখাত গঠিত হয় এবং ভূত্বকীয় বিকৃতিকালে ধ্বংস হয়, যা অনেক সময় ভঙ্গিল পর্বতমালার জন্ম দেয়। বঙ্গীয় মহীখাত বিশ্বের সর্ববৃহৎ মহীখাতসমূহের একটি, যার মধ্যে বঙ্গীয় অববাহিকা ও বঙ্গোপসাগর অন্তর্ভুক্ত। বঙ্গীয় অববাহিকার বিবর্তন পার্মো-কার্বোনিফেরাস যুগে চ্যুতিযুক্ত গন্ডোয়ানা অববাহিকায় অবক্ষেপণের সঙ্গে শুরু হয়। ক্রিটেসিয়াস যুগে গন্ডোয়ানাল্যান্ডের ভাঙন ও সামুদ্রিক স্ফীতি বঙ্গীয় মহীখাতে অবক্ষেপণের সূচনা করে। ক্রিটেসিয়াস যুগ থেকে বঙ্গীয় অববাহিকায় অবক্ষেপণ বার্মা ও তিববতীয় প্লেটের সঙ্গে ভারতীয় প্লেটের বিচলন এবং হিমালয় ও ইন্দো-বার্মান পর্বতসারির উত্থান দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আসছে।  [আ.স.ম উবাইদ উল্লাহ]