মনসুর বয়াতি

মনসুর বয়াতি (আনু. ১৮ শতক)  পল্লিকবি, গায়ক। মৈমনসিংহ-গীতিকার ‘দেওয়ানা মদিনা’ পালাটি তিনিই রচনা করেন।  চন্দ্রকুমার দে হবিগঞ্জের বানিয়াচং থেকে পালাটি সংগ্রহ করেন। বানিয়াচং-এর এক দেওয়ান পরিবারের কাহিনী এর উপজীব্য। পালাটি সিলেট ও কুমিল্লা অঞ্চলে ‘অবং দুলাল’ নামে প্রচলিত। আরবি-ফারসি শব্দের ব্যবহার এবং ঘটনার পরিপ্রেক্ষিত বিবেচনা করে পালাটির রচনাকাল ১৮শ শতকের গোড়ার দিকে বলে অনুমান করা হয়।

মনসুর বয়াতি লৌকিক ধারার একজন শক্তিমান কবি ছিলেন। করুণ রস সৃষ্টিতে তাঁর দক্ষতার পরিচয় পাওয়া যায়। দীনেশচন্দ্র সেনের Eastern Bengal Ballads গ্রন্থে ‘দেওয়ানা মদিনা’র অনুবাদ পাঠ করে রোম্যাঁ রোল্যাঁ ‘I was specially delighted with the touching story of Madina’ বলে মন্তব্য করেন।   [আলি নওয়াজ]