মজুমদার, সুরেন্দ্রনাথ

মজুমদার, সুরেন্দ্রনাথ  (১৮৩৮-১৮৭৮)  কবি, সাহিত্যিক। যশোর জেলার জগন্নাথপুর গ্রামে তাঁর জন্ম। তিনি কলকাতার ফ্রি চার্চ ইনস্টিটিউশন, হেয়ার স্কুল এবং ওরিয়েন্টাল সেমিনারিতে শিক্ষালাভ করেন। সংস্কৃত, ফারসি ও ইংরেজি ভাষা এবং দর্শন ও সাহিত্যে তাঁর পারদর্শিতা ছিল। কলকাতার ঠাকুরবাড়ি এস্টেটে তিনি কিছুদিন চাকরি করেন।

সুরেন্দ্রনাথ বিবিধার্থসংগ্রহ, সমীরণ, চিকিৎসাতত্ত্ব বিজ্ঞান ও নলিনী পত্রিকায় নিয়মিত লিখতেন। ইন্দ্রিয়ানুভূতি ও দেহজ প্রেম তাঁর কবিতার প্রধান বিষয়। ষড়ঋতুবর্ণন (১৮৫৬), সবিতা সুদর্শন (১৮৭০), ফুল্লরা (১৮৭০), বর্ষবর্তন (১৮৭২), মহিলা (১৮৮০) তাঁর রচিত কাব্যগ্রন্থ। এগুলির মধ্যে মহিলা তাঁর শ্রেষ্ঠ রচনা; এতে মাতা, জায়া ও পত্মীরূপে নারীর বন্দনা করা হয়েছে। বিশ্বরহস্য (১৮৭৭) তাঁর একটি গদ্য রচনা। এছাড়া হামির নামে একটি নাটকও তিনি রচনা করেছেন। পাঁচ খন্ডে তিনি রাজস্থানের ইতিবৃত্ত নামে টডের গ্রন্থের অনুবাদ (১৮৭২-১৮৭৩) করেন। চৈত্রমেলা উপলক্ষে ১৮৬৯ সালে তিনি ভারতের ব্রিটিশ শাসন পরিদর্শন নামে একটি গ্রন্থ রচনা করেন।  [সুশান্ত সরকার]