ভাইরাস

ভাইরাস একটি অতি আণুবীক্ষণিক (ultramicroscopic) সংক্রামক এজেন্ট, যা কেবল জীবিত কোষে বংশবৃদ্ধি করতে পারে। জীব ও জড় জগতের সীমানায় অবস্থিত ভাইরাসের কেন্দ্রস্থলে থাকে বংশগতির উপাদান DNA অথবা RNA এবং উপরে প্রোটিনের বেষ্টনী (ক্যাপসিড)। ভাইরাস অন্য জীবকোষ ব্যতীত বংশবৃদ্ধিতে অক্ষম বিধায় একে চিরপরজীবী বলা চলে। ব্যাক্টেরিওফাজ নামক কিছু ব্যাক্টেরিয়াভুক ভাইরাস ব্যাক্টেরিয়ার ভিতরে জন্মে ও বৃদ্ধি পায়। এছাড়া উদ্ভিদ ও প্রাণীদের সংক্রামক ভাইরাসও আছে।

এইডস, জন্ডিস, ডেঙ্গুজ্বর, পোলিওমায়োলাইটিস, হেপাটাইটিস, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, মাম্পস, হাম, বসন্ত, দাহকুড়ি (herpes), রোটাভাইরাস ডায়রিয়া (rotavirus diarrhoea), ক্রনস রোগ (Chron’s disease), এনসেফালাইটিস ইত্যাদি মানুষের সাধারণ ভাইরাসজনিত কয়েকটি রোগ। টিউমার উৎপাদক (oncogenic) ভাইরাস কয়েক প্রকার ক্যানসার সৃষ্টি করে বলে মনে করা হয়। উদ্ভিদের অনেকগুলি ভাইরাস প্রায়শ ধান, তামাক, টমেটো, আলু, ফুলকপি ও ফলের মতো গুরুত্বপূর্ণ কৃষিজ ফসলের রোগ সৃষ্টি করে। বাংলাদেশও এ জাতীয় অনেকগুলি রোগের প্রকোপ দেখা যায়।  [জিয়া উদ্দিন আহমেদ]

আরও দেখুন ডেঙ্গুজ্বর; বসন্ত; হেপাটাইটিস