ভট্টাচার্য, জানকীনাথ চূড়ামণি
ভট্টাচার্য, জানকীনাথ চূড়ামণি (১৫শ শতক) রঘুনাথ শিরোমণির সমকালের খ্যাতিমান নৈয়ায়িক। পশ্চিমবঙ্গের নবদ্বীপে তাঁর জন্ম। একদা জানকীনাথের ন্যায়সিদ্ধান্তমঞ্জরী ভারতবর্ষের সর্বত্র প্রচার লাভ করে এবং ফলে তিনি ন্যায়দর্শনের ইতিহাসে বিখ্যাত হয়ে ওঠেন। তাঁর এ গ্রন্থের ওপর রচিত বহু টীকা-গ্রন্থকে ভিত্তি করে পরবর্তীকালে ন্যায়দর্শনের পৃথক সম্প্রদায় (School) গড়ে ওঠে।
জানকীনাথের ন্যায়সিদ্ধান্তমঞ্জরী গ্রন্থে মণিমরীচি ও তাৎপর্যদীপিকা নামে আরও দুটি গ্রন্থের উল্লেখ আছে। এর মধ্যে প্রথমটি রঘুনাথের তত্ত্বচিন্তামণি এবং দ্বিতীয়টি উদয়নাচার্যের ন্যায়বার্তিকতাৎপর্যপরিশুদ্ধির টীকা। জানকীনাথের অপর দুটি গ্রন্থ হলো আন্বীক্ষিকীতত্ত্ববিবরণ ও আত্মতত্ত্বদীপিকা। প্রথমটি ন্যায়দর্শনের মৌলিক গ্রন্থ গৌতমসূত্রের পঞ্চম অধ্যায়ের টীকা; দ্বিতীয়টির পুথি পাওয়া যায়নি তাঁর জ্যেষ্ঠ পুত্র রাঘব পঞ্চাননের আত্মতত্ত্বপ্রবোধ গ্রন্থে এর উল্লেখ আছে। জানকীনাথের অপর পুত্র কণাদ তর্কবাগীশও নৈয়ায়িক ছিলেন। তাঁর প্রধান গ্রন্থ ভাষারত্ন। পিতা-পুত্র অনুক্রমে জানকীনাথের পরিবারটি ছিল ন্যায়দর্শনের ইতিহাসে একটি বিখ্যাত পরিবার। [কানাইলাল রায়]