ব্র্যাক ব্যাংক লিমিটেড

ব্র্যাক ব্যাংক লিমিটেড ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন ধারণা ও অর্থনৈতিক উন্নয়ন অভিলাসী হিসেবে সুপরিচিতি। ব্র্যাক ব্যাংক লিমিটেড ১,০০০ মিলিয়ন টাকার অনুমোদিত মূলধন এবং ২৫০ মিলিয়ন টাকার পরিশোধিত মূলধন নিয়ে ৪ জুলাই ২০০১ সালে কার্যক্রম শুরু করে। মার্চ ২০২০ শেষে ব্যাংকের অনুমোদিত মূলধন ২০,০০০ মিলিয়ন ও পরিশোধিত মূলধন ১৩,২৫৯ মিলিয়ন টাকায় দাঁড়িয়েছে। বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিদ্যমান মূলধনের স্বল্পতা পূরণে ব্র্যাক ব্যাংক এগিয়ে এসেছে। ব্র্যাক ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি শিল্পেই বেশিরভাগ ঋণ প্রদান করে থাকে। সারা দেশে ৮৫টি এসএমই সার্ভিস সেন্টার ও ৫২৩টি ইউনিট অফিস স্থাপন করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সেবাদানের ক্ষেত্রে ব্যাংকটি শীর্ষস্থান অর্জন করেছে। এ ব্যাংক সর্বাধুনিক অনলাইন প্রযুক্তির মাধ্যমে ডিপিএস-সহ আকর্ষণীয় সঞ্চয় স্কিম, পার্সোনাল লোন, কর্পোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, এটিএম ও সিডিএম সার্ভিস, প্রবাসী ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা প্রদান করছে।

সাধারণ বাণিজ্যিক ব্যাংকিং সেবার পাশাপাশি ব্র্যাক ব্যাংক পুঁজি বাজারেও সক্রিয়। ব্যাংকটি ইকুইটি পার্টনারস সিকিউরিটিজ লিমিটেডের ৫১ শতাংশ শেয়ার ক্রয় করেছে। বর্তমানে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও ব্র্যাক ইপিএল ব্রোকারেজ লিমিটেড নামে দুটি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকটি পূঁজি বাজারে ব্যবসা পরিচালনা করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি মানি ইন মোশন-এর সঙ্গে যৌথ উদ্যোগে ব্র্যাক ব্যাংক একটি সহযোগী প্রতিষ্ঠান গড়ে তুলেছে। সরকারি আইন অনুসারে এ প্রতিষ্ঠানটি পেমেন্ট সার্ভিস অপারেটর (পিএসও) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে গ্রাহকসেবা দিয়ে থাকে। এছাড়াও যুক্তরাষ্ট্রভিত্তিক ডান অ্যান্ড ব্র্যাডশিট করপোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে ডান অ্যান্ড ব্র্যাডশিট রেটিং এজেন্সি, বাংলাদেশ নামে আরো একটি সহযোগী প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত এ প্রতিষ্ঠানটি দেশের ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের জন্য একটি রেটিং ব্যবস্থা চালু করবে।

মৌল তথ্য ও পরিসংখ্যান (মিলিয়ন টাকায়)

বিবরণ ২০১৮ ২০১৯ ২০২০
অনুমোদিত মূলধন ২০০০০ ২০০০০ ২০০০০
পরিশোধিত মূলধন ১০৭২৫ ১২৩৩৪ ১৩২৫৯
রিজার্ভ ২০৯১৩ ২৫৩২৪ ৩৩৬৯৬
আমানত ২৩৩৫০৯ ২৬৮৩০৯ ২৮৯০৫৪
ক) তলবি আমানত ৫৭৫২৪ ৬৫৮৩৩ ৯২৭৩৭
খ) মেয়াদি আমানত ১৭৫৯৮৬ ২০২৪৭৬ ১৯৬৩১৮
ঋণ ও অগ্রিম ২৩৮০০৮ ২৬৪০৯১ ২৭৩০৬৩
বিনিয়োগ ২৫৭৬৫ ৪৫৯৪৪ ৬৮৮৯৬
মোট পরিসম্পদ ৩১৫৪১৭ ৩৬৭৯২০ ৩৯৭৫০২
মোট আয় ১৯১৬৫ ২১৩৮৮ ২০৫০৮
মোট ব্যয় ১০৩৪৩ ১১৪৪১ ১১৯০৭
বৈদেশিক মুদ্রা ব্যবসা পরিচালনা ২৫৩০৭০ ২৩৫৩৬৫ ২১৯০০৭
ক) রপ্তানি ৬০৮০০ ৭১৩৬০ ৬৮৮৬৩
খ) আমদানি ১১০৫৭৫ ৯০৬৬১ ৮১৮২০
গ) রেমিট্যান্স ৮১৬৯৫ ৭৩৩৪৪ ৬৮৩২৪
মোট জনশক্তি (সংখ্যায়) ৭০৮৫ ৮১৬০ ৭৭৪০
ক) কর্মকর্তা ৭০৮৫ ৮১৬০ ৭৭৪০
খ) কর্মচারি
বিদেশি প্রতিসংগী ব্যাংক (সংখ্যায়) ৩৭০ ৩৭৯ ৩৮১
শাখা (সংখ্যায়) ১৮৬ ১৮৭ ১৮৭
ক) দেশে ১৮৬ ১৮৭ ১৮৭
খ) বিদেশে
কৃষিখাতে
ক) ঋণ বিতরণ ৭৮৬ ১০৯৩ ৯২৭
খ) আদায় ৪০৯৫ ৫৮৩১ ৬৩৭
শিল্প খাতে
ক) ঋণ বিতরণ ৯২১৬৭ ১৮১৬১৯ ৮৪৩০৯
খ) আদায় ১৪২২১৮ ১৪৩১৬৩ ৮২৫৪৮
খাত ভিত্তিক ঋণের স্থিতি
ক) কৃষি ও মৎস্য ১০২০ ১১০১ ৪২১৬
খ) শিল্প ৩৬৯৯৭ ৩৭৯১৮ ৩৮৫০১
গ) ব্যবসা বাণিজ্য ৭২২১৩ ৯১৮৬২ ১০৫৬১২
ঘ) দারিদ্র্য বিমোচন
সি.এস.আর ১১৭ ৭৮ ২২১

উৎস  আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার, বার্ষিক প্রতিবেদন, ২০১৯-২০২০ ও ২০২০-২১

ব্যাংকিং খাতে অসামান্য অবদানের জন্য ব্র্যাক ব্যাংক ২০০৯ সালে দেশের সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নবম ‘ডিএইচএল-ডেইলি স্টার বেস্ট বিজনেস অ্যাওয়ার্ড’ লাভ করে। ২০০৮ সালের সেরা অ্যাকাউন্টস ও রিপোর্ট প্রকাশের জন্য ব্র্যাক ব্যাংক ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, বাংলাদেশের পক্ষ থেকে ‘সার্টিফিকেট অফ মেরিট’ও পেয়েছিল ।

২০১৯ সালে ব্যাংকের আমানত ও ঋণ অগ্রিমের স্থিতির অংশ ছিল ব্যাংকিং খাতের মোট আমানত ও ঋণ অগ্রিমের স্থিতির যথাক্রমে ২.১ এবং ২.৪ শতাংশ এবং আমানত ও ঋণ অগ্রিমের গড় সুদহার ব্যবধান দাঁড়ায় ৭.২ শতাংশ । [মোহাম্মদ আবদুল মজিদ]