বেঙ্গল গেজেট, দি

বেঙ্গল গেজেট, দি  বাংলা তথা ভারতের প্রথম সংবাদপত্র। এটি প্রথম প্রকাশিত হয় ১৭৮০ সালে। উদ্বোধনকালে এর সম্পাদক James Augustus Hicky ঘোষণা করেন যে, তাঁর পত্রিকার ব্রত হবে দেশের ঘটনাবলি বস্ত্তনিষ্ঠ ও নিরপেক্ষভাবে প্রকাশ করা। তিনি চেষ্টাও করেছিলেন তাঁর অঙ্গীকার রক্ষা করতে। কিন্তু পত্রিকাটি মাত্র দুবছর স্থায়ী হয়েছিল।

Hicky ছিলেন একজন নির্ভীক সাংবাদিক। বার বার সাবধান করা সত্ত্বেও তিনি Fort William-এর শাসনকর্তাদের দুর্নীতি এবং অযোগ্য শাসনের বিরুদ্ধে ক্রমাগত লিখতে থাকেন। তাঁর পত্রিকার মাধ্যমে তিনি Warren Hastings এবং কোম্পানি অফিসারদের নির্যাতনমূলক আচরণ ও দূর্ণীতি জনসমক্ষে তুলে ধরেন। সরকার Hicky-র আচরণকে কোম্পানি এবং ব্রিটিশ জাতির স্বার্থের পরিপন্থী হিসেবে সাব্যস্ত করে তাঁর বাংলায় অবস্থানের অনুমতি বাতিল করে এবং তাঁকে অবিলম্বে ভারত ত্যাগের নির্দেশ দেয়। বাধ্য হয়ে পত্রিকা বন্ধ করে তিনি ১৭৮২ সালে ভারত ত্যাগ করেন।  [সিরাজুল ইসলাম]