বুরহানউদ্দীন (রঃ)

বুরহানউদ্দীন মুসলমানদের সিলেট বিজয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জনশ্রুতি রয়েছে যে, শিশুপুত্রের আকিকা উপলক্ষে গরু জবাইকে কেন্দ্র করে সিলেটের রাজা গৌর গোবিন্দের সঙ্গে তাঁর বিরোধ হয়। রাজার আদেশে শিশুটিকে হত্যা করা হলে তিনি তৎকালীন বাংলার সুলতান শামসুদ্দীন ফিরুজ শাহ এর নিকট এ অন্যায়ের প্রতিকার প্রার্থনা করেন। সিকান্দার খান ও নাসিরুদ্দীন নামের সেনাপতিদ্বয়ের নেতৃত্বে সুলতানের প্রেরিত সৈন্যবাহিনীর পথপ্রদর্শক ছিলেন বুরহানউদ্দীন। হযরত শাহ জালাল (র.) ও সিলেট বিজয়ে অংশ নেন। ১৩০৩ খ্রিস্টাব্দে সিলেট মুসলিম অধিকারে আসে। পরবর্তী জীবনে বুরহানউদ্দীন ওলি-এ-কামেল হন। সিলেট শহরের টুলটিকর মহল্লার কুইঘাটে তাঁর মাযার রয়েছে।  [মুহাম্মদ ছহুল হোসাইন]