বীজ যাচাই সংস্থা

বীজ যাচাই সংস্থা (Seed Certifications Agency)  কৃষি মন্ত্রণালয়ের একটি নিয়ন্ত্রক বিভাগ হিসেবে ১৯৭৪ সালে ঢাকার অদূরে গাজীপুরে প্রতিষ্ঠিত। সংস্থাটির প্রধান কাজ কৃষকদের কাছে উৎকৃষ্ট মানের (প্রত্যয়িত) বীজ সরবরাহ নিশ্চিতকরণ এবং এভাবে উচ্চ ফলনশীল নানা জাতের ফসলের উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা। সংস্থাটিতে প্রধান হিসেবে আছেন একজন পরিচালক। এছাড়া ২৩৮ জন কর্মচারীর মধ্যে মাঠ পরিদর্শন শাখায় ১৫০ জন, বীজ পরীক্ষণ শাখায় ২১ জন, ফসলবৈচিত্র্য পরীক্ষণ শাখায় ১৮ জন এবং সেবা সহায়তা শাখায় ৪৯ জন কর্মরত রয়েছেন। মাঠ পরিদর্শন শাখা ৫টি আঞ্চলিক দপ্তর ও ৩০টি মাঠ পর্যায় দপ্তরের মাধ্যমে কর্মকান্ড পরিচালনা করে। বীজের নমুনা পরীক্ষার জন্য বীজ যাচাই সংস্থা গাজীপুর ও পাবনার ঈশ্বরদিতে অবস্থিত নিজস্ব দুটি পরীক্ষাগার ব্যবহার করে। মাঠ পর্যায়ের পরীক্ষণ পরিচালনার জন্য সংস্থাটির নিজস্ব মালিকানাধীন ৫ একরের খামারজমিও রয়েছে।

সংস্থা কর্তৃক পরিচালিত কর্মকান্ডের মধ্যে রয়েছে বীজ উৎপাদন, বীজ প্রক্রিয়াজাতকরণ ও বীজের মান নিয়ন্ত্রণের ব্যাপারে বীজ উৎপাদকদের পরামর্শ প্রদান; পরিদর্শন ও পরীক্ষণের মাধ্যমে বাজারজাতকরণের পরবর্তী পর্যায়ে বীজের মান নিয়ন্ত্রণের কাজ চালানো; সকল বীজ উৎপাদক, নিয়ন্ত্রিত ফসলের ভিত্তি বীজ এবং সেসঙ্গে বীজ ব্যবসায়ে নিয়োজিত প্রতিষ্ঠানসমূহের প্রত্যয়ন; ফসলের ভিন্নতা মূল্যায়ন এবং প্রজ্ঞাপিত ফসল অবমুক্তকরণ ব্যবস্থার সমন্বয় সাধন; স্বল্প উৎপাদনশীলতা অথবা রোগ ও পোকা-মাকড়ের প্রতি প্রবণতাদুষ্ট বিভিন্ন ধরনের প্রজ্ঞাপিত ফসল বর্জনের ব্যাপারে জাতীয় বীজ পর্ষদকে পরামর্শ প্রদান; উন্নত বীজ উৎপাদন ও ব্যবহারে কৃষি সম্প্রসারণ বিভাগকে সহায়তা এবং গোটা দেশ থেকে সঠিক লেবেল-অাঁটা বীজের নমুনা সংগ্রহ এবং সেগুলির ঘোষিত মান পরীক্ষা।

১৯৯০ সাল পর্যন্ত বীজ যাচাই সংস্থার কাজকর্ম কেবল সরকারি খাতে উৎপাদিত বীজ যাচাইয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। একটি বিশেষ বীজ যাচাই ও মান নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ১৯৯১ সাল থেকে ব্যক্তি খাতে উৎপাদিত বীজের মান যাচাই ও নিয়ন্ত্রণের কাজ শুরু হয়। ১৯৯৫ সালে নেদারল্যান্ড সরকারের কারিগরি ও আর্থিক সহায়তায় বীজ যাচাই সংস্থার কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পর্যালোচনা কার্যক্রম পরিচালিত হয়। এই সংস্থা বীজ যাচাই কার্যক্রমে জাতীয় বীজপর্ষদ অনুমোদিত কৌশল ও পদ্ধতি অনুসরণ করে এবং যাচাই কাজ চারটি পর্যায়ে সম্পন্ন হয়: বীজের উৎস প্রতিপাদন, মাঠে বীজ-ফসল পরিদর্শন, সবগুলি বীজ পরিদর্শন ও পরীক্ষণ, বীজের মান শনাক্তির জন্য গাঁট-বাঁধা, লেবেল লাগানো ও সিলমোহর অাঁটা।  [মোঃ হাবিবুল হক]