খান, আসাদুজ্জামান

খান, আসাদুজ্জামান (১৯১৬-১৯৯২)  রাজনীতিক। ১৯১৬ সালে তিনি কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইতিহাসে এম.এ এবং বি.এল ডিগ্রি লাভ করেন। ১৯৪১ সালে তিনি বেঙ্গল সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৪৫ সাল থেকে জুডিসিয়াল সার্ভিসে প্রায় ছয় বছর মুন্সেফ পদে চাকুরির পর তিনি সরকারি চাকুরিতে ইস্তফা দেন। ১৯৫২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের খন্ডকালীন শিক্ষক পদে যোগ দেন এবং যুগপৎ হাইকোর্টে আইনব্যবসা শুরু করেন।

আসাদুজ্জামান খান মৌলিক গণতন্ত্র ব্যবস্থায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য এবং ১৯৬৭ সালে পরিষদে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন। আসাদুজ্জামান খান ১৯৬৯ সালে আওয়ামী লীগে যোগ দেন। ১৯৭০ সালে তিনি ময়মনসিংহ থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। ১৯৭৩ ও ১৯৭৯ সালে পর পর তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় পাটমন্ত্রী এবং পরে খন্দকার মোশতাক সরকারের বন্দর, জাহাজ চলাচল ও অভ্যন্তরীণ নৌ-পরিবহন দফতরের মন্ত্রী ছিলেন। ১৯৭৯ সালে আসাদুজ্জামান খান আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা নির্বাচিত হন এবং ১৯৮২ সালের মার্চ পর্যন্ত সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন। ১৯৯২ সালের ২১ জানুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।  [মোঃ সিদ্দিকুর রহমান]