বাংলাদেশ সড়ক পরিবহণ সংস্থা

বাংলাদেশ সড়ক পরিবহণ সংস্থা (বিআরটিসি)  বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পরিবহণ সংস্থা। ১৯৬১ সালের ৪ ফেব্রুয়ারি সরকারের ৭নং অধ্যাদেশ অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালে এর নাম ছিল পূর্ব-পাকিস্তান সড়ক পরিবহণ সংস্থা। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি বর্তমান নাম নেয়। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বিআরটিসি একটি আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। চেয়ারম্যানের নেতৃত্বে ১১ সদস্যের একটি পরিচালনা পরিষদের মাধ্যমে সংস্থাটি পরিচালিত হয়।

বর্তমানে বিআরটিসি তিনটি আর্ন্তজাতিক বাস লাইন পরিচালনা করছে। এর মধ্যে আছে ভারতের সঙ্গে ঢাকা-কলকাতা, ঢাকা-আগরতলা এবং ঢাকা-শিলিগুড়ি। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে এটি চট্টগ্রাম, বগুড়া, পাবনা, রংপুর, বরিশাল এবং সিলেটে এর বাস ডিপোর মাধ্যমে বিভিন্ন শহরের মধ্যে আন্তঃশহর বাস সার্ভিস চালু রেখেছে। ১৭০টি ট্রাকের মাধ্যমে বিআরটিসি মালামাল পরিবহণে সহায়তা করছে। বিআরটিসির ট্রাকের মাধ্যমে সরকারের ২০% খাদ্যদ্রব্য পরিবহণ করা হয়। সবচেয়ে বড় দুটো ট্রাক ডিপো ঢাকা এবং চট্টগ্রামে অবস্থিত। ঢাকার ৪০ কিলোমিটার উত্তরে গাজীপুর জেলার জয়দেবপুরে বিআরটিসির গাড়ী চালক ট্রেনিং ইনস্টিটিউট অবিস্থত। এছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম, বগুড়া, খুলনা এবং ঝিনাইদহতে ট্রেনিং ইনস্টিটিউট আছে। এই ইনস্টিটিউটগুলির মাধ্যমে বিআরটিসি গাড়ী চালানো এবং মেরামতের প্রশিক্ষণ দেয়।  [জোবাইদা নাসরীন]