বাংলাদেশ ইতিহাস সমিতি

বাংলাদেশ ইতিহাস সমিতি ইতিহাসবিদদের একটি স্বেচ্ছাসেবী, অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। ১৯৬৬ সালে গঠিত এ সংগঠনের উদ্দেশ্য হলো ইতিহাস চর্চাকে জনপ্রিয় করে তোলা, পেশাদার ও অপেশাদার ইতিহাসবিদদের মধ্যে সৌহার্দ্য ও সমঝোতা সৃষ্টি করা, ইতিহাস বিষয়ের ওপর সেমিনার ও সম্মেলনের আয়োজন করা এবং ইতিহাস বিষয়ক গবেষণামূলক পত্রিকা ও পুস্তক প্রকাশ করা।

১৯৬৮ সালে সমিতির প্রথম জার্নাল East Pakistan History Association শিরোনামে প্রকাশিত হয়। ১৯৭৩ সালে এ পত্রিকার নতুন নামকরণ করা হয় ইতিহাস সমিতি পত্রিকা। সমিতি ১৯৭৬ সাল থেকে Bangladesh Historical Studies নামে একটি ইংরেজি পত্রিকাও প্রকাশ করছে।

সমিতিটি একটি নির্বাহী কমিটি দ্বারা পরিচালিত হয়। এ নির্বাহী কমিটিতে একজন সভাপতি, চারজন সহ-সভাপতি, একজন কোষাধ্যক্ষ, একজন সাধারণ সম্পাদক, দুজন যুগ্মসম্পাদক ও ত্রিশজন সদস্য থাকেন। সাধারণ সম্পাদক হচ্ছেন সমিতির নির্বাহী কমিটির প্রধান। সমিতির কার্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ইতিহাস বিভাগে অবস্থিত।

সমিতির উল্লেখযোগ্য প্রকাশনার মধ্যে রয়েছে সিরাজুল ইসলাম (সম্পাদিত) Fazlul Huq Speaks in Council, 1913-16, ১৯৭৬; মোফাখখারুল ইসলাম (সম্পাদিত) Studies in Rural History, ১৯৭৬; সৈয়দ আনোয়ার হোসেন (সম্পাদিত) বাংলাদেশে ইতিহাস চর্চা, ১৯৮৭; রাফিউদ্দীন আহমেদ (সম্পাদিত) Islam in Bangladesh, ১৯৮৩ এবং শরীফউদ্দিন আহমেদ (সম্পাদিত) দিনাজপুর: ইতিহাস ও ঐতিহ্য, ১৯৯৬ এবং সিলেট: ইতিহাস ও ঐতিহ্য, ১৯৯৯।

সদস্যদের চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা, সরকারি অনুদান এবং প্রকাশিত পুস্তকাদির বিক্রয় থেকে সমিতির আয় সংগ্রহ করা হয়। সমিতির উদ্দেশ্যাবলির সঙ্গে একমত হলে ইতিহাস চর্চায় অনুরাগী যে-কোন ব্যক্তির জন্যই এর সদস্যপদ উন্মুক্ত।  [আকসাদুল আলম]