ফয়জুল্লাহ, মুফতী

ফয়জুল্লাহ, মুফতী (১৮৯২-১৯৭৬)  কবি, লেখক। জন্ম চট্টগ্রামে। তিনি চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসা ও দেওবন্দে শিক্ষালাভ করেন এবং হাটহাজারি মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি ধর্মীয় বিষয়ে ফতোয়াদি দিতেন বলে ‘মুফতিয়ে আজম’ খেতাব পান। এ থেকে তাঁর নামের আগে ‘মুফতী’ শব্দ ব্যবহার করা হয়।

মুফতী ফয়জুল্লাহ আরবি, ফারসি ও উর্দু ভাষায় দক্ষ ছিলেন। তিনি বাল্যকাল থেকেই কাব্যচর্চা করতেন। ছাত্রাবস্থায় তিনি পান্দে ফায়েজ নামে একটি ফারসি কাব্য রচনা করেন। কবিতা ও আলোচনা মিলে তাঁর গ্রন্থ সংখ্যা অনেক। সেগুলির মধ্যে কান্দে খাকি, উমদাতুল আকওয়াল ফি রদ্দে মা ফি আহসানিল মাকাল, আর্ রিসালাতুল মান্যুমাতু আলাল্ ফিরকাতিন্ নেচারিয়া, আল্ কালামুল ফাছিলু বাইনা আহ্লিল্ হাক্কি ওয়াল বাতিল, ইরশাদুল উম্মাতি ইলাত্তাফ্রিকাতি বাইনাল্ বিদআতি ওয়াস্সুন্নাহ, পান্দ্ নামায়ে খাকি, মসনভি খাকি, ফায়েজে সিতার, আল্ ফালাহ্ ফি মা ইতাআল্লাকু বিন্ নিকাহ, ফায়জুল্ কালাম লি সাইয়েদিল্ আনাম উল্লেখযোগ্য। মাওলানা মুহাম্মদ ইযহারুল ইসলাম হায়াতে মুফতিয়ে আজম (১৩৯৭ হি) নামে উর্দু ভাষায় ফয়জুল্লাহর একখানি  জীবনীগ্রন্থ রচনা করেন। [আবু মূসা মোঃ আরিফ বিল্লাহ]