প্রবাসী কল্যাণ ব্যাংক লিমিটেড

প্রবাসী কল্যাণ ব্যাংক লিমিটেড প্রবাসী বাংলাদেশীদের সার্বিক কল্যাণ সাধনের পাশাপাশি তাদের রেমিট্যান্সের অন্তপ্রবাহ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে প্রশংসনীয় অবদান রাখার লক্ষ্যে ‘প্রবাসী কল্যাণ ব্যাংক আইন-২০১০’-এর মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। এটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। ৩০ জুলাই ২০১৮ তারিখে তফসিলি বিশেষায়িত ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়। মার্চ ২০২১ শেষে ব্যাংকটির অনুমোদিত মূলধন এবং পরিশোধিত মূলধন দাঁড়ায় যথাক্রমে ৫,০০০ এবং ৪,৪৫০ মিলিয়ন টাকা। উল্লেখ, ২০২০ সাল পর্যন্ত ব্যাংকটির পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল ৪,০০০ মিলিয়ন টাকা। ব্যাংকটির পরিচালনা ভার ১৪ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের ওপর ন্যস্ত।

২০১৮ হতে ২০২০ সালের জুন মাস পর্যন্ত সময়ে ব্যাংকটির অর্থনৈতিক খাতভিত্তিক অবদান নিম্নের তালিকায় উপস্থাপন করা হলো।

মৌল তথ্য ও পরিসংখ্যান (মিলিয়ন টাকায়)

বিবরণ ২০১৮ ২০১৯ ২০২০
নুমোদিত মূলধন ৫,০০০ ৫,০০০ ৫,০০০
পরিশোধিত মূলধন ৪,০০০ ৪,০০০ ৪,০০০
রিজার্ভ ২৭৩ ৩৫৩ ৪৭৫
আমানত ৪১৬ ৯২৭ ৮৯৫
(ক) তলবি আমানত ৩৯১
(খ) মেয়াদি আমানত ২৫ ৯২৬ ৮৯১
ঋণ ও অগ্রিম ১,৩৩৭ ২,২৪১ ২,৪৪৮
বিনিয়োগ ৩,৮০৬ ৫,১৮০
মোট পরিসম্পদ ৫,৩৮০ ৬,২৮৮ ৭,০৫৩
মোট আয় ৩৩৫ ৫৪৬ ৩৭১
মোট ব্যয় ১৫৪ ১৮৯ ১৬০
বৈদেশিক মুদ্রা ব্যবসা পরিচালনা
(ক) রপ্তানি
(খ) আমদানি
(গ) রেমিট্যান্স
মোট জনশক্তি (সংখ্যায়) ১৯০ ১৭৪ ২১০
(ক) কর্মকর্তা ১৩৭ ১৩০ ১৬৭
(খ) কর্মচারি ৫৩ ৪৪ ৪৩
বিদেশি প্রতিসংগী ব্যাংক (সংখ্যায়)
শাখা (সংখ্যায়) ৫৪ ৬৩ ৭১
(ক) দেশে ৫৪ ৬৩ ৭১
(খ) বিদেশে
কৃষিখাতে
ক) ঋণ বিতরণ
খ) আদায়
শিল্প খাতে
ক) ঋণ বিতরণ
খ) আদায়
খাত ভিত্তিক ঋণের স্থিতি
ক) কৃষি ও মৎস্য
খ) শিল্প
গ) ব্যবসা-বাণিজ্য ১৩৩
ঘ) দারিদ্র্য বিমোচন
ঙ) সি.এস.আর ০.২

উৎস আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রনালয়, বাংলাদেশ সরকার, বার্ষিক প্রতিবেদন ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১।

২০২০ সালে ব্যাংকের আমানত ব্যাংকিং খাতের মোট আমানতের ০.০১ শতাংশ এবং ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল ব্যাংকিং খাতের মোট ঋণ ও অগ্রিমের ০.০২ শতাংশ। জুন ২০২০ ভিত্তিক আমানত এবং ঋণ ও অগ্রিমের গড় সুদহার ব্যবধান ৩.০ শতাংশ। [ মোহাম্মদ আবদুল মজিদ]