পৌষসংক্রান্তি

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:১৩, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)

পৌষসংক্রান্তি  হিন্দুদের একটি ধর্মীয় পর্ব। একে পৌষপার্বণ বা মকরসংক্রান্তিও বলা হয়। এদিন গঙ্গাসাগরে স্নান সর্বপাপহর বলে স্নানার্থীদের বিশ্বাস। এই সংক্রান্তিতে দধিসংক্রান্তি ব্রত আরম্ভ হয়; অঞ্চলবিশেষে নবান্নও হয়। এ উপলক্ষে ঘরে ঘরে পিঠা খাওয়ার আয়োজন করা হয়।

পশ্চিমবঙ্গে  ছড়া আবৃত্তি করে পৌষ মাসের পুনরাগমন ও গৃহস্থের কল্যাণ কামনায়  উৎসব হয়। এদিন এক গোছা খড় ঘরের খুঁটিতে বেঁধে রাখা হয়; একে বলে বাউনি বা বাউরি বাঁধা। বাংলাদেশে এদিন বাস্ত্তপূজা হয়। মাটির বেদির ওপর একটি কুমির তৈরি করে এই পূজা অনুষ্ঠিত হয়। এ সময় নতুন ফসলের আগমন উপলক্ষে  রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে পৌষমেলার প্রবর্তন করেন; কয়েকদিন ধরে এ মেলা অনুষ্ঠিত হয়।   [সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়]

আরও দেখুন লোকউৎসব।