পরিবেশ দূষণ

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ১৫:২১, ১৩ অক্টোবর ২০২৩ তারিখে সংশোধিত সংস্করণ ("'''পরিবেশ দূষণ''' (Environmental Pollution) বলতে পৃথিবী/ভূপৃষ্ঠের ভৌত এবং জৈবিক উপাদানসমূহের এমন কলুষিত হওয়াকে বোঝায়, যা পরিবেশের স্বাভাবিক প্রক্রিয়াসমূহের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। অন..." দিয়ে পাতা তৈরি)

পরিবেশ দূষণ (Environmental Pollution) বলতে পৃথিবী/ভূপৃষ্ঠের ভৌত এবং জৈবিক উপাদানসমূহের এমন কলুষিত হওয়াকে বোঝায়, যা পরিবেশের স্বাভাবিক প্রক্রিয়াসমূহের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। অন্যভাবে বলা যায় যে, এটি আমাদের চারপাশের পরিবেশের প্রতিকূল পরিবর্তন যা সম্পূর্ণ বা বৃহৎভাবে মানবসৃষ্ট কর্মের প্রতিফল, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শক্তির প্যাটার্ন, তেজস্ক্রিয়তা লেভেল, রাসায়নিক ও ভৌত ভিত্তি এবং জীবের প্রাচুর্যের উপর প্রভাব ফেলে। পরিবেশ দূষণ একটি সাধারণ বৈশ্বিক সমস্যা যা উন্নত এবং উন্নয়নশীল উভয় প্রকার দেশেই দেখা যায়, যা এর দীর্ঘমেয়াদি পরিণতির জন্য বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। দূষণের কারণে পরিবেশের মানের ব্যাপক অবনতি হয়েছে, যা প্রমাণ পায় গাছপালা ও জীববৈচিত্র্যের অভাব, পরিবেশ ও খাদ্যশস্যে প্রচুর পরিমাণ ক্ষতিকর রাসায়নিক পদার্থের উপস্থিতি এবং প্রাকৃতিক দূর্যোগের ঝুঁকি বৃদ্ধি ও লাইফ সাপোর্ট সিস্টেম হারানোর হুমকি দ্বারা। দূষণকে বিভিন্ন মানুষ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে, তবে সর্বসম্মতভাবে পরিবেশ দূষণ হলো কোনো দূষক পদার্থের পরিবেশে আগমন, যা মানুষ ও অন্যান্য জীবে রোগ/অস্বস্তি সৃষ্টি করে, বা পরিবেশের ক্ষয়সাধণ করে, যা ত্বরিত নগরায়ন, প্রযুক্তিগত বিপ্লব, প্রাকৃতিক সম্পদের শোষণ, পদার্থ থেকে শক্তি রূপান্তরের হার বৃদ্ধি, ক্রমবর্ধমান কলকারখানার বর্জ্য এবং শহুরে আবর্জনার ফলাফল।

পরিবেশ দূষণ একটি অন্যতম গুরুতর বৈশ্বিক প্রতিবন্ধকতা। এটি নতুন কোনো সমস্যা নয়, তবে এটি এখনো মানবজাতির সামনে সবচে বৃহৎ একটি সমস্যা এবং অসুস্থতা এবং মৃত্যুহারের জন্য পরিবেশগত মুখ্য কারণ। মানুষের দ্বারা নগরায়ন, শিল্পায়ন, খনিখনন এবং অনুসন্ধান রয়েছে বৈশ্বিক পরিবেশ দূষণের একদম সম্মুখভাগে রয়েছে।

পরিবেশ দূষণের মূল ধরণগুলার মধ্যে রয়েছে- বায়ু দূষণ, পানি দূষণ, আলো দূষণ, মাটি দূষণ, আবর্জনা, প্লাস্টিক দূষণ, তাপীয় দূষণ, দৃষ্টিগত দূষণ, তেজস্ক্রিয়তার বিস্তার ইত্যাদি। বায়ুদূষণ প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয় কারণেই হতে পারে। তবে বৈশ্বিকভাবে জ্বালানির দহন, নির্মাণকাজ, খনিখনন, কৃষি এবং যুদ্ধ-বিগ্রহ বায়ুদূষণের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। মোটরচালিত যানবাহন থেকে নির্গত ধোয়া বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ। প্রাকৃতিক দূর্যোগের কারণবশতও পরিবেশ দূষণ হতে পারে। [মো. জাকির হোসেন হাওলাদার]

bn:Environmental Pollution