ন্যাপিয়ার, লর্ড

ন্যাপিয়ার, লর্ড (১৮১০-১৮৯০)  লর্ড মেয়োর হত্যার পর লর্ড ন্যাপিয়ার ভারতের ভারপ্রাপ্ত গভর্নর জেনারেল ও ভাইসরয় নিয়োজিত হন। নিহত ভাইসরয়ের স্থলে পরবর্তী ভাইসরয় নিয়োগ না হওয়া পর্যন্ত মারচিস্টোনের লর্ড ন্যাপিয়ারকে অস্থায়ীভাবে গভর্নর জেনারেলের দায়িত্ব গ্রহণের জন্য মাদ্রাজ থেকে পাঠানো হয়। ১৮৬৩ সালের ২১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত তিনি গভর্নর জেনারেলের দায়িত্ব পালন করেন। মেজর চার্লস ফ্রেডারিক ন্যাপিয়ারের পুত্র লর্ড ন্যাপিয়ারের জন্ম সিংহলে। ১৮২৮ সালে তিনি বেঙ্গল ইঞ্জিনিয়ার্স-সার্ভিসে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি বোম্বের সেনাবাহিনীতে যোগদান করেন। ১৮৬৭-৬৮ সালে তিনি আবিসিনিয়ায় অভিযানে নেতৃত্ব দেন। সামরিক পেশায় ন্যাপিয়ার ভারতীয় সেনাবাহিনীর কমান্ডার-ইন-চীফ (১৮৭০-৭৬) ও ফিল্ড মার্শাল (১৮৮৩) পদে উন্নীত হন।  [সিরাজুল ইসলাম]