দুধকুমার নদী

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২১:৪৩, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)

দুধকুমার নদী (Dudhkumar River)  ভারতের  পশ্চিমবঙ্গ থেকে আগত রায়ডাক বা সংকোশ নদী পাটেশ্বরীর কাছে বাংলাদেশে প্রবেশ করে দুধকুমার নাম ধারণ করেছে। নদীটি পাটেশ্বরীতে গোদাধর ও গঙ্গাধর নদী দুটিকে উপনদী হিসেবে গ্রহণ করে অাঁকাবাঁকা পথে প্রায় ৫২ কিমি পথ অতিক্রম করে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। দুধকুমার নদীর মূল প্রবাহের অধিকাংশই ভারতের অন্তর্ভুক্ত। এ নদী জোয়ারভাটার প্রভাবমুক্ত, তবে মাঝে মধ্যে  বন্যা কবলিত হয়ে থাকে।

[মোঃ মাহবুব মোর্শেদ]