তারা১

তারা১  হিন্দুদেবী কালীর রূপবিশেষ। তিনি দশ মহাবিদ্যার দ্বিতীয়া মহাবিদ্যা। কথিত হয় যে, শিবের স্ত্রী সতী একবার নিমন্ত্রিত না হয়েও পিতা দক্ষের যজ্ঞে যাওয়ার অনুমতি চাইলে শিব তাঁকে বাধা দেন। তখন ক্রুদ্ধা সতী শিবকে যে দশটি ভয়ঙ্কর রূপ দেখান, ‘তারা’ তার একটি।

দেবগুরু বৃহস্পতির স্ত্রী এবং রামায়ণোক্ত কিষ্কিন্ধ্যার বানররাজ বালির স্ত্রীর নামও তারা। রামচন্দ্র কর্তৃক বালি নিহত হলে তাঁর আদেশে তারা দেবর সুগ্রীবকে বিবাহ করেন। হিন্দুশাস্ত্রমতে তারা পঞ্চ সতীকন্যার অন্যতম।  [জ্যোতি বিশ্বাস]