ছুরিমাছ

Nasirkhan (আলোচনা | অবদান) কর্তৃক ১৬:১৮, ৫ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ
ছুরিমাছ

ছুরিমাছ (Ribbon fish) Trichuridae গোত্রভুক্ত মাছ। বাংলাদেশের জলভাগে দু প্রজাতির ছুরিমাছ (Lepturachanthus savala ও Trichiurus muticus) সমুদ্রোপকূলের সর্বত্র দেখা যায়। এদের দেহ লম্বা এবং দু’পাশ খুবই চাপা, দেখতে ফিতার মতো, যা পেছনের একটা স্থান থেকে ক্রমে সরু হয়ে গেছে।

ছুরিমাছে পশ্চাৎপাখনা ও অঙ্কপাখনা নেই। পৃষ্টপাখনা ও পায়ুপাখনা দীর্ঘ, কিন্তু অসংখ্য রশ্মিরেখাসহ খুবই নমনীয়। অপেক্ষাকৃত লম্বা নিচের চোয়ালে তীক্ষ্ণ ও বাঁকানো দাঁত, ফুলকার ফোকর চওড়া, দেহ অাঁশহীন। বাংলাদেশে দু প্রজাতির ছুরিমাছই শুঁটকি হিসেবে বিক্রি হয়। মাছটি রপ্তানিপণ্য হিসেবে সম্ভাবনাশীল। [আখতারুননেসা চৌধুরী এবং মোঃ গোলাম মুস্তাফা]