চৌধুরী, মোহাম্মদ রওশন আলী

চৌধুরী, মোহাম্মদ রওশন আলী (১৮৭৪-১৯৩৩)  সাংবাদিক, রাজনৈতিক কর্মী।  ফরিদপুর জেলাধীন পাংশা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে তাঁর জন্ম। পিতা এনায়েতুল্লাহ চৌধুরী ছিলেন একজন পুলিশ অফিসার। পাংশার এম ই স্কুল থেকে মাইনর পাস করে রওশন আলী উচ্চশিক্ষার জন্য কুষ্টিয়া যান। সেখানে মীর মশাররফ হোসেনের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং তাঁর সঙ্গে  কলকাতা গিয়ে তিনি মাসিক  কোহিনূর পত্রিকা প্রকাশ করেন (আষাঢ় ১৩০৫/১৮৯৮)। প্রায় দশ বছর এ পত্রিকাটি টিকে ছিল। পরে তিনি হাবলুল মতিন (১৯১২), হিতকরী ও  সোলতান (১৯২৩, নবপর্যায়) পত্রিকা সম্পাদনা করেন। কিছুকাল তিনি সাপ্তাহিক মোহাম্মদীর (১৯০৮) বার্তা সম্পাদকের দায়িত্বও পালন করেন।

রওশন আলী সাম্প্রদায়িক সম্প্রীতিতে আস্থাশীল এবং কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পাংশায় ‘স্বদেশ বান্ধব সমিতি’ গঠন করে দেশের কাজে অংশগ্রহণের জন্য যুবকদের সংগঠিত করেন। ১৯২০-২২ সালে অসহযোগ ও খিলাফত আন্দোলনে তিনি স্থানীয়ভাবে নেতৃত্ব দেন। রওশন আলী ‘বঙ্গীয় ইসলাম মিশন সমিতি’র সহকারী সম্পাদক ছিলেন। ১৯৩৩ সালে নিজ গ্রামে তাঁর মৃত্যু হয়।  [এ.কে.এম সাইফুজ্জামান]