চৌধুরী, আয়েশা বেদোরা

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২০:৪৭, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)

চৌধুরী, আয়েশা বেদোরা (১৯৩৫-১৯৭১)  চিকিৎসক, মুক্তিযুদ্ধে শহীদ। ১৯৩৫ সালের ৬ এপ্রিল কলকাতায় তাঁর জন্ম। পিতা ইমাদউদ্দিন চৌধুরী এবং মাতা কানিজ ফাতেমা মাহমুদ। আয়েশা বেদোরা চৌধুরী কলকাতার ভিক্টোরিয়া ইনস্টিটিউশন থেকে ১৯৪৯ সালে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫১ সালে আইএসসি পাস করেন। ১৯৫৬ সালে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য দুবার তিনি স্বর্ণপদক লাভ করেন।

আয়েশা বেদোরা চৌধুরী কর্মজীবন শুরু করেন আসামের গৌহাটি সরকারি হাসপাতালে। তিনি ১৯৬৪ সালে ঢাকা মেডিক্যাল কলেজে প্রভাষক পদে যোগ দেন। পরে ঢাকাস্থ স্টেট ব্যাংকের মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

ছাত্রজীবন থেকে তিনি বামপন্থি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা প্রদান করেন এবং মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের দিনে ধানমন্ডি ১৮ নম্বর রোডের যে বাসায় বঙ্গবন্ধু-পত্নী বেগম ফজিলতুন্নেছা দুই কন্যাসহ অন্তরীণ ছিলেন, সেখানে তাঁদের সঙ্গে সাক্ষাতের জন্য গেলে প্রহরারত পাকিস্তানি সৈন্যরা তাঁর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। ঘটনাস্থলেই ডাক্তার আয়েশা এবং গাড়িচালক মনির আহমদ নিহত হন।  [বায়জীদ খুরশীদ রিয়াজ]

আয়েশা বেদোরা চৌধুরী